Barak UpdatesHappeningsBreaking News
ভুবনে মৃত বুদ্ধিরাম গিয়েছিলেন পুণ্যার্থীদের সেবায়, ভিএইচপির শোক
ওয়েটুবরাক, ১৯ ফেব্রুয়ারি : ভুবন পাহাড়ে নিখোঁজ ও পরে মৃত অবস্থায় উদ্ধার বুদ্ধিরাম রী বিশ্ব হিন্দু পরিষদের অন্তর্গত বজরং দলের সক্রিয় কর্মী ছিলেন৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে পূর্ব প্রান্তের সম্পাদক স্বপন শুক্লবৈদ্য জানান, বুদ্ধিরাম গত ১৭ ফেব্রুয়ারি তারিখে ভুবন মেলায় সমবেত পুণ্যার্থীদের সেবা প্রদান করার জন্য ভুবন পাহাড়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন। প্রায় দুই কিলোমিটার পাহাড়ে চড়ার পর হঠাৎ গভীর খাদে পড়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি । অবশেষে রবিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। বুদ্ধিরাম লক্ষ্মীপুর জেলার অন্তর্গত পয়লাপুল প্রখণ্ডের দেওয়ান খণ্ডের বজরং দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। বয়স অনুমানিক ২৭ বছর।
এখানে উল্লেখ করা যেতে পারে, ভুবন পাহাড়ের সমবেত পুণ্যার্থীদের সেবা প্রদানের উদ্দেশে বরাক উপত্যকা থেকে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, মাতৃ শক্তি এবং দুর্গা বাহিনীর ২২৯ জন কার্যকর্তা উপস্থিত হন। বুদ্ধিরাম ছিলেন তাঁদেরই একজন। তাঁর পিতামাতার নাম যথাক্রমে বিশ্ রাম রী এবং বিশাকা রী।
বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারকে সহমর্মিতা জানানো হয়।