Barak UpdatesHappeningsBreaking News

ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশনের পঠনসামগ্রী প্রদান

ওয়ে টু বরাক, ৭ জুলাই : ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার কাছাড়ের চন্দ্রনাথপুর এলাকার এগারোটি অঞ্চলে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি দ্বারা পরিচালিত শিক্ষাকেন্দ্রে পঠনসামগ্রী বিতরণ করা হয়।

রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির নিয়োজিত শিক্ষক শিক্ষিকারা অফলাইন ও অনলাইনের মাধ‍্যমে চন্দ্রনাথপুর এলাকার প্রত‍্যন্ত অঞ্চলে যথাক্রমে ধলছড়া, বালিরবন্দ, কালীবাড়ি, সোনাছড়া, আটগ্রাম, নূতনলাইন, চন্দ্রনাথপুর এমই, চন্দ্রনাথপুর ষ্টেশন, ইটখোলা, পানিছড়া ও চইলতাছড়া অঞ্চলের স্থানীয় বিদ‍্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠদান করে থাকেন।

পঠনসামগ্রী বিতরণের আগে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির পক্ষ থেকে ফাউন্ডেশনের কর্মকর্তা বিশ্বরাজ চক্রবর্তীকে তাদের এই কর্মযজ্ঞে সহায়তা করার জন‍্য উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিশ্বরাজ চক্রবর্তী বলেন, রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি এইসব প্রত‍্যন্ত অঞ্চলে ছোট ছোট ছাত্রছাত্রীদের যেভাবে শিক্ষার প্রচার ও প্রসারের জন‍্য কাজ করে যাচ্ছে, তা সত‍্যিই প্রশংসার দাবি রাখে। তাদের এই কর্মযজ্ঞে নিজেকে শামিল করতে পেরে তিনি নিজেকে ধন‍্য মনে করেন।

রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির পক্ষ থেকে সম্পাদক সুপ্রদীপ দত্তরায় তাদের বিভিন্ন সময়ে সহায়তা করার জন‍্য এদিন ফাউন্ডেশনের কর্মকর্তা বিশ্বরাজ চক্রবর্তীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিন মোট ২৭০ জন ছাত্রছাত্রীকে পঠনসামগ্রী বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker