Barak UpdatesHappeningsBreaking News
ভি-টুর ছাঁটাই তিন কর্মচারীকে ৫০ শতাংশ বেতন দিতে রায় ট্রাইব্যুনালের
ওয়েটুবরাক, ৩ জানুয়ারি : করোনায় লকডাউনের দরুন ঘর থেকে বের হতে পারেননি বলে কর্মস্থলে অনুপস্থিত থাকেন শিলচরের ভি-টু মলের তিন কর্মী অজয় পাল, সত্যজিৎ দে ও বাপ্টু রায়। এই অনুপস্থিতির জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাঁদের।
ছাঁটাই কর্মীরা তখন শ্রম বিভাগে অভিযোগ জানান। তাঁদের আর্জিতে বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিষয়টি মিটিয়ে দিতে মল কর্তৃপক্ষকে ডেকে পাঠালেও তাতে তারা সাড়া দেননি। পরে শ্রম বিভাগই শ্রম আদালতে মামলা করে। ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালের প্রিসাইডিং অফিসার পি বরা উভয় পক্ষের বক্তব্য শুনে ছাঁটাই তিন কর্মচারীকে ৫০ শতাংশ হারে ৫৪ মাসের বেতন দিতে নির্দেশ দিলেন। ২০২০ সালের ২৯ জুন ছাঁটাই হওয়ার দিন থেকে রায়দানের তারিখ পর্যন্ত হিসেবে ধরা হয়েছে। সঙ্গে মামলার ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে আরও ৫ হাজার টাকা করে। তিন মাসের মধ্যে সমস্ত অর্থ মিটিয়ে না দিলে ১২ শতাংশ হারে সুদ দিতে হবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারক বরা।