Barak UpdatesHappenings
ভিনধর্মী যুবক-যুবতীর পলায়ন ঘিরে দুধপাতিলে ফেরিসেবা বন্ধ, ধরনা
২৪ জুনঃ ভিনধর্মী প্রতিবেশী যুবক-যুবতীর পলায়ন ঘিরে কিছুদিন ধরেই চাপা উত্তেজনা বিরাজ করছে দুধপাতিল এলাকায়। সোমবার তা আন্দোলনের রূপ নেয়। যুবতীকে উদ্ধারে পুলিশি ব্যর্থতার অভিযোগ এনে এ দিন দুধপাতিলের সমস্ত ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়। প্রতিটি ফেরির সামনে ধরনায় বসেন একা্ংশ এলাকাবাসী।
ঘটনার সূত্রপাত ১৭ জুন। দুধপাতিলের ৩২ বছরের যুবক আব্দুল রহমান লস্কর একই গ্রামের ২৬ বছরের যুবতী শুক্লা নাথকে নিয়ে পালিয়ে যায়। পরদিন শুক্লার বাবা থানায় এফআইআর করেন। কিছুদিন পরে একাংশ গ্রামবাসীও শুক্লা অপহরণ করা হয়েছে অভিযোগ এনে পৃথক এজাহার দেন। কিন্তু পুলিশ তাদের খুঁজে বের করতে ব্যর্থ হওয়ায় এলাকায় ক্ষোভ দেখা দেয়। সোমবার সকালেই তারা ফেরিঘাটে অবরোধ গড়ে তোলেন। ফলে ওই এলাকার সঙ্গে সংযোগরক্ষাকারী কোনও ঘাটেই আজ সরকারি-বেসরকারি নৌকো চলাচল করেনি। ঘাটে ঘাটে ধরনায় বসে তারা শুক্লাকে উদ্ধার করে আনার দাবি জানান। তাদের কথায়, আব্দুল রহমান যুবতীটিকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে। তাদের আশঙ্কা, সে বেঁচে আছে কিনা। বা থাকলে কী অবস্থায় রয়েছে, সে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
এই দুধপাতিল-কাণ্ড শিলচর শহর সহ বরাক জুড়েই চিন্তার ছাপ ফেলেছে। কারণ অতীতে দেখা গিয়েছে, এই ধরনের ঘটনায় নিরীহ মানুষদেরই বেশি হয়রানির শিকার হতে হয়।