CultureBreaking News

ভাষা সেনানী স্মরণ সমিতির শহিদ তর্পণ, অনলাইন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শিল্পী – গবেষকরা

১৮ মে: সময়ের স্রোত ঠিক তার দিশা খুঁজে নেয়।আমাদের দেয় পথচলার ইঙ্গিত। করোনাকালও এর ব্যতিক্রম নয়। আমরা চলছি সময়ের দাবি মেনেই। সবকিছুই হচ্ছে সতর্কতা মেনে। অফলাইনে সরাসরি মঞ্চে নয়তো কি হয়েছে, অনলাইনে তো বড়সড় অনুষ্ঠান আয়োজনের ক্ষমতা রয়েছে আমাদের। কবিগুরুর জন্মবার্ষিকীর পর এবার অনলাইনে হবে শহিদ তর্পণ। বরাকের একাদশ ভাষা শহিদ ও এই রক্তস্নাত দিনকে স্মরণ করতে নানাভাবে অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে কত সংগঠন। ব্যক্তিগত উদ্যোগেও অনেকের পরিবেশনা দেখা যাবে।

শিলচরের ভাষা সেনানী স্মরণ সমিতিও এরকম একটা পরিকল্পনা নিয়েছে ঊনিশের আহ্বানে। মঙ্গলবার দিনভর চলবে অনুষ্ঠান। ফেসবুক লাইভ থাকবেন শিল্পী-সাহিত্যিক, গবেষক ও বাংলাভাষা প্রেমীরা। তাছাড়া, সামাজিক দূরত্ব মেনে সরাসরি অনুষ্ঠানও সম্প্রচারিত হবে। আয়োজন হবে তিনটি পর্বে।

বুধবার সকাল ১০ টায় নগাঁও এডিপি কলেজের সহকারি অধ্যাপক ড. অজিত কুমার সিংহ ‘ ‘ঔপনিবেশিক সত্তা ও ১৯ মে এক বিকল্প ভাষ্য’ বিষয়ে আলোচনা করবেন। কলকাতার বর্ণালী ভট্টাচার্য বলবেন ‘ইতিহাসের প্রথম মহিলা ভাষা সেনানী: কমলা ভট্টাচার্য’ বিষয়টি নিয়ে। শোনা যাবে ১০ টা ৪৫ মিনিটে।

‘মাতৃভাষাচিন্তা থেকে সেকাল থেকে একাল’ বলবেন ড. প্রশান্ত চক্রবর্তী। লাইভ থাকবেন ১১-৪৫ মিনিটে। অধ্যাপক অচিন্ত্য বিশ্বাস ‘ একালে ‘ভারতে বাংলাভাষা চর্চা ও বিকাশের সমস্যা।’ নিয়ে বক্তব্য রাখবেন। লাইভ থাকবেন দুপুর সাড়ে বারোটায়। সুবিমল ভট্টাচার্য বলবেন ‘মাতৃভাষার মান আর অন্য ভাষায় সম্মান’ নিয়ে। অনলাইনে দেখা ও শোনা যাবে ১১ টা ১৫ মিনিটে। তাছাড়া, সুজিত পাল ও জয়দীপ ভট্টাচার্য তাৎক্ষণিক চিত্রাঙ্কন করবেন।

দ্বিতীয় ভাগে, দুপুরে ইলোরা হ্যারিটেজে ঘরোয়া কর্মসূচি থাকবে। এতে গান গাইবেন সর্বানী ভট্টাচার্য ও বিক্রমজিৎ বাউলিয়া। ফেসবুকেও দেখা যাবে এই পরিবেশনা। শুরু হবে বিকেল ৩ টা থেকে।

শেষ পর্যায়ে বিকেল সাড়ে পাঁচটা থেকে আবারও থাকবে অনলাইন অনুষ্ঠান। ‘আত্মায় ভারতমাতা সত্তায় উনিশ’ শীর্ষক এই পর্বকে দেশ-বিদেশের শিল্পীরা কবিতা-নাচে-গানে সাজিয়ে তুলবেন। সুইডেনের শেখরদেব, বাংলাদেশের নিরঞ্জন দে ও জ্যোতি ভট্টাচার্য, ঢাকা থেকে লোপামুদ্রা ভট্টাচার্য ছাড়াও সঞ্চারী ভট্টাচার্য, ঋতুপর্ণা রায়, মনীষা রায়, শতরূপা চক্রবর্তী অংশ নেবেন এতে। শহিদদের শ্রদ্ধা জানাবেন নিজেদের মতো করে। বীর ভাষা শহিদদের স্মরণে আয়োজিত সকাল-বিকেল-সন্ধে এই তিনটি পর্যায়ের অনুষ্ঠানে অনলাইনে ( https://www.facebook.com/bhashashaheedbarak/ ) সামিল হতে সংস্কৃতিপ্রেমীদের অনুরোধ জানিয়েছেন উদ্যোক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker