Barak UpdatesHappeningsBreaking News
ভাষা ও সংযোগের কুশলতা বিষয়ে কাছাড় কলেজে বিশেষ বক্তৃতানুষ্ঠান
ওয়েটুবরাক, ২৭ জুন: কাছাড় কলেজ ইংরেজি বিভাগের উদ্যোগে ও কলেজের অভ্যন্তরীণ মান নির্ণায়ক কমিটির সহযোগিতায় বৃহস্পতিবার এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। “প্রয়োগের দক্ষতা : ভাষা ও সংযোগের বিশেষ জ্ঞান বা কুশলতা” শীর্ষক এই বক্তৃতানুষ্ঠানের মুখ্য বক্তা ছিলেন কাছাড় কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান ড.সন্তোষ রঞ্জন চক্রবর্তী। মঞ্চে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের প্রধান মো: সামসুদ্দিন ,বাংলা বিভাগের প্রধান ড.সুদীপ কুমার দাস, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনন্দ চন্দ্র ঘোষ।
যথেষ্ট সংখ্যক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে ভাষার দক্ষতা, প্রায়োগিক ব্যবহার ও তার উপযোগিতা এবং ভাষার সুষ্ঠু প্রয়োগ কীভাবে সংযোগ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ড. সন্তোষরঞ্জন চক্রবর্তী প্রায় দু ঘন্টার ভাষণে তা ছাত্রদের নিকট অত্যন্ত প্রাঞ্জলভাবে উপস্থাপন করেন। তাঁর ভাষণে প্রাচীন কালে ভাষাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে গুরু-শিষ্য পরম্পরায় কীভাবে সংযোগ স্থাপন করা হতো, সেটা যেমন বলা হয়, তেমনি মুনি-ঋষি থেকে শুরু করে গ্রীক দার্শনিক আরিস্টটল বা অন্যান্য পণ্ডিতদের কথাও উঠে আসে। আধুনিক কালে সংবাদ জগত, শিক্ষা জগত থেকে শুরু করে বিশ্বব্যাপী বাণিজ্যিক এবং বৌদ্ধিক পরিমণ্ডলে এই ভাষাগত সংযোগই যে মুখ্য ভূমিকা পালন করছে, এর উপর তিনি গুরুত্ব আরোপ করেন। বর্তমান এই কঠোর সময়ে ভাষার উপর দক্ষতা এবং ভাষার সঠিক উপস্থাপনার মাধ্যমে নিজেদের কীভাবে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে হবে, তাও তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। তাঁর কথায়, অনুশীলন সাপেক্ষ সংযোগ দক্ষতাই বর্তমানে বিকাশের একমাত্র চাবিকাঠি৷
গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা ও আয়োজনে মুখ্য ভূমিকা নেন ইংরেজি বিভাগের অধ্যাপিকা রুমী রানি লস্কর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নীতু দেবনাথ, ড. জয়ব্রত নাথ, বিরূপাক্ষ পাল চৌধুরী, সংস্কৃত বিভাগের প্রধান নয়না গোস্বামী, ইংরেজি বিভাগের অধ্যাপক রাজু ব্রহ্ম, হেমন্ত কুমার বরা, জর্জিনা খাকলারি, রসায়ন বিভাগের অধ্যাপক ড. রাহুল কান্তি নাথ, বাণিজ্য বিভাগের প্রধান ড. পারমিতা দাস, অংকিতা ঘোষ প্রমুখ।