NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

ভাষাশহিদ স্টেশন: মুখ্যসচিবকে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের আর্জি

১৯ ফেব্রুয়ারি: ‘ভাষাশহিদ স্টেশন, শিলচর’ নামের বানান জানতে চেয়ে কেন্দ্র যে চিঠি দিয়েছিল, দ্রুত এর জবাব দেওয়ার দাবি জানিয়েছে ‘ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি৷ মুখ্যসচিব যীষ্ণু বরুয়াকে চিঠি পাঠিয়ে তারা আজ আর্জি জানিয়েছে, আসাম সরকার যেন কেন্দ্রের জিজ্ঞাসামতো গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে শুদ্ধ বানান প্রকাশ করে৷

নাগরিক সভার সিদ্ধান্তের সূত্র ধরে বাবুল হোড়, বিশ্বতোষ চৌধুরী, ইমাদউদ্দিন বুলবুল ও নিখিল পাল মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে বলেন, এ ২০১৬ সালের ৭ নভেম্বরের ঘটনা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শিলচর রেলস্টেশনকে ভাষাশহিদ স্টেশন নামকরণে আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছে৷ অর্থাৎ দিয়েছে নো অবজেকশন সার্টিফিকেট৷ পরবর্তী প্রক্রিয়া মেনে রাজ্য সরকারকে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে নতুন নামের বানান প্রকাশ করতে বলে৷ কিন্তু তা আর আজও হয়ে ওঠেনি৷

তাই তাঁদের আর্জি, বিধানসভা নির্বাচনের আগে এই গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker