Barak UpdatesHappeningsBreaking News
ভাষাশহিদ স্টেশন নামকরণে সায় নেই হিমন্তের
ওয়েটুবরাক, ২৯ নভেম্বরঃ শিলচর রেলস্টেশনের নাম বদলে ভাষাশহিদ স্টেশন, শিলচর করার দাবিতে সায় নেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে প্রসঙ্গটি উত্থাপিত হলে তিনি উল্টোপাল্টা বলে এড়িয়ে যেতে চান। শর্মা বলেন, এ নিয়ে রেলমন্ত্রকের সঙ্গে কথা বলছেন তিনি। আসলে গ্যাজেট নোটিফিকেশনের জন্য কেন্দ্র থেকে ‘ভাষাশহিদ স্টেশন, শিলচর’ বাংলা, ইংরেজি ও হিন্দিতে শুদ্ধ বানান জানতে চেয়ে শেষ চিঠি এসেছিল রাজ্য প্রশাসনের কাছে। রাজ্য সরকার এর জবাব দেয়নি৷
বিষয়টি এ দিন মুখ্যমন্ত্রীর নজরে নেওয়া হলে তখন তিনি বলেন, এই নামবদলের দাবি বড় স্পর্শকাতর। এখানে যেমন ভাষাশহিদ স্টেশনের নাম এসেছে, তেমনি রয়েছে ডিমাসাদেরও অন্য দাবি। তাই স্পর্শকাতর ইস্যুটি স্পর্শকাতরতার সঙ্গেই দেখছেন বলে জানান হিমন্ত। তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্যই উল্টোপাল্টা বলেছিলেন বলে স্বীকার করেন৷
এ দিকে, তাঁর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডা. রাজীব কর৷ তিনি বলেন, এ পর্যন্ত বরাকের কোনও দাবিই তীব্র গণআন্দোলন ছাড়া পাওয়া যায়নি৷ তাই ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রেলস্টেশনের নাম বদলের জন্যও গণআন্দোলন গড়ে তুলতে হবে৷