Barak UpdatesHappeningsBreaking News
ভাষাশহিদ স্টেশনের দাবিতে রেলস্টেশনের সামনে বিডিএফের বিক্ষোভ
ওয়েটুবরাক, ১১ আগস্টঃ কতিপয় ডিমাসা সংগঠনের আপত্তিতে শিলচর রেলস্টেশনের নাম বদলে ভাষাশহিদ স্টেশন করা সম্ভব হচ্ছে না বলে বিধানসভায় মন্ত্রী পীযূষ হাজরিকার জবাবের বিরুদ্ধে আজ বুধবার শিলচর রেলস্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিডিএফ এর আয়োজক হলেও বিক্ষোভে সামিল ছিলেন ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির কর্মকর্তারাও। বৃষ্টিবাদলের মধ্যেও বেশ কয়েকজন সেখানে উপস্থিত স্লোগান দেন, বক্তব্য রাখেন। তাঁদের অভিযোগ, ডিমাসা-বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে উগ্র অসমিয়া জাতীয়তাবাদীরা। তাই নিজেরাই এক ডিমাসা সংগঠনকে দিয়ে স্মারকপত্র তৈরি করায় এবং এখন ডিমাসাদের আপত্তির কথা বলে ঢাক পেটাচ্ছে। এক ঢিলে দুই পাখি মারতে চাইছে তারা। প্রথমত, মূল লক্ষ্য হল ভাষাশহিদদের স্বীকৃতি না দেওয়া। দ্বিতীয়ত, ডিমাসাদের আপত্তির কথা বলে দুই জনগোষ্ঠীতে বিভাজনও টানা যাবে।
বিডিএফের যুব শাখার মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, তাদের কোনও উদ্দেশ্যই সফল হবে না। কারণ ডিমাসা জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ ভাষাশহিদ স্টেশনের দাবির পক্ষে রয়েছেন। এ ছাড়া, দুই জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক। তা এই ধরনের চক্রান্তে বিনষ্ট হতে পারে না। দ্বিতীয়ত, বরাক উপত্যকার মানুষের সংঘবদ্ধ আন্দোলন ভাষাশহিদ স্টেশন নামকরণে সরকারকে বাধ্য করা হবে।
আজকের বিক্ষোভে সামিল নেতৃত্ব দেন প্রদীপ দত্তরায়, জহর তারণ, ডা. রাজীব কর প্রমুখ।