Barak UpdatesHappeningsBreaking News
ভাষাশহিদ স্টেশনের কথায় মুখ্যমন্ত্রীকে ইতিবাচক দেখাল, দাবি ভাষাশহিদ স্টেশন সমিতির
ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বর: ভাষা শহিদ স্টেশন, শিলচর নামকরণ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন ‘ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি’র কর্মকর্তারা। শনিবার রাত ৮টা নাগাদ তাঁরা জেলাশাসকের কার্যালয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনাকালে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের সাংসদ ডা: রাজদীপ রায় এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
সমিতির পক্ষে মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন কুসুম কলিতা। সমিতির সাধারণ সম্পাদক রাজীব কর মুখ্যমন্ত্রীকে ‘ভাষাশহিদ স্টেশন, শিলচর’ নামকরণের গোটা বিষয়টা বুঝিয়ে বলেন৷ মুখ্যমন্ত্রী অত্যন্ত মন দিয়ে শোনেন এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন৷ তিনি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে এ ব্যাপারে তদারকি করার দায়িত্ব অর্পণ করেন।
রাজীব কর জানান, এখানে ডিমাসাদের সঙ্গে বাঙালির কোনও বিরোধের জায়গা নেই৷ বীর শম্ভুধন ফংলোর বাঙালিরাও সমান শ্রদ্ধাশীল৷ কোনও একটি সংগঠনের আপত্তিতে যাতে নাম বদলের প্রক্রিয়া আটকে না যায়৷ এ সব শুনে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াকে অত্যন্ত পজিটিভ বলেই মনে করছেন সমিতির সভাপতি বাবুল হোড় এবং নিখিল পাল।