Barak UpdatesHappeningsCultureBreaking News
ভার্চুয়াল মাধ্যমে একুশে জুলাইর শহিদদের শ্রদ্ধা বাংলা সাহিত্য সভার
২২ জুলাই : বাংলা সাহিত্য সভা অসমের উদ্যোগে একুশে জুলাই মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে বেশ কয়েকজন শিল্পী অংশগ্রহণ করেন। প্রত্যেক শিল্পী তাদের গানের মাধ্যমে শহিদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
প্রসঙ্গত, ১৯৮৬ সালের ২১ জুলাই বরাক উপত্যকার করিমগঞ্জে মাতৃভাষার জন্য প্রাণ বিসর্জন দেন জগন্ময় দেব (জগন) এবং দিব্যেন্দু দাস (যিশু)।
বাংলা সাহিত্য সভা অসম এর সাংগঠনিক সম্পাদক তথা আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বরুণজ্যোতি চৌধুরী এই শহিদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সম্পর্কে বলেন, এই বিশেষ দিনটিতে বিশ্বের প্রতিটি জনগোষ্ঠীর মানুষের যেন নিজেদের মাতৃভাষায় কথা বলার অধিকার সুনিশ্চিত হয়। তিনি বলেন, উত্তরপূর্ব ভারত ভাষার বৈচিত্র্যের এক সমৃদ্ধ ক্ষেত্র। এখানে বহু ভাষাভাষী মানুষের বাস। সবাই যাতে নিজেদের মাতৃভাষায় কথা বলতে পারেন, তা আন্তরিকভাবে চায় বাংলা সাহিত্য সভা। তাঁর কথায়, ২১ জুলাই শুধুমাত্র একটি ভাষাভাষী মানুষের জন্য নয়। এই দিনটি সব ভাষার মানুষের কথা বলে।
এ দিন যে শিল্পীরা গানে গানে শহিদদের শ্রদ্ধা নিবেদন করেছেন, তাদের মধ্যে অন্যতম শিলচরের লোকশিল্পী সর্বানী ভট্টাচার্য, অরুণাচল প্রদেশ ইটানগরের নীরাঞ্জনা দেব, দিগরখাল থেকে সুদীপ্তা দাস, সুর্যতপ দাস ও প্রিয়াঙ্কা দাস, শিলচরের শুভংগ গুপ্ত, গুয়াহাটির অর্ঘ মহাপাত্র, করিমগঞ্জের দীপালি দেব। আবৃত্তি করেন পাথারকান্দির দীপ্তি উষা দে। নৃত্য পরিবেশন করেন দিগরখালের সুদীপ্তা দাস। এছাড়া এই শহিদ তর্পণ অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী বিক্রমজিত বাউলিয়া লাইভ অনুষ্ঠান উপহার দেন।
উল্লেখ্য, ব্রহ্মপুত্র উপত্যকার ৮ জন ও বরাকের ৭ জন সদস্যকে নিয়ে গঠন করা হয়েছে শক্তিশালী রাজ্যিক কার্যনির্বাহক পরিষদ। এ-ছাড়া আলাদা করে দুই উপত্যকায় বরাক ও ব্রহ্মপুত্র শাখা করা হয়েছে। অসমের বিভিন্ন জনপদে একটি করে নগর-সমিতি তৈরির জন্য আহ্বায়ক সমিতি করা হয়েছে।