Barak UpdatesHappeningsBreaking News
ভারী বর্ষণের পূর্বাভাস, বরাক জুড়ে সতর্কতা
ওয়েটুবরাক, ২৪ অক্টোবর : গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র থেকে বরাক উপত্যকায় ২৪ ও ২৫ অক্টোবর ভারি বর্ষণের পূর্বাভাস দেওয়ার প্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসন থেকে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেবার নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলার পদ্ধতি ইনসিডেন্ট রেসপন্স সিস্টেম কার্যকর করা হয়েছে। সব বিভাগকে আগাম প্রস্তুতি নিতে শিলচরের ডিডিএমএ ( ডিসট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি) থেকে সতর্কতা জারি করা হয়েছে। সোম ও মঙ্গলবার জেলার সব কয়টি রাজস্ব সার্কেল থেকে পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হবে বলে জেলা জনসংযোগ থেকে আশ্বস্ত করা হয়েছে।
ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসের ফলে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকেও গোটা জেলায় সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ থেকে জেলার সব বিভাগকে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। তৈরি রাখা হয়েছে সার্কেল পর্যায়ে বিপর্যয় মোকাবিলার সব শাখাকে।