India & World UpdatesHappeningsBreaking News
ভারতে পুরনো ভ্যাকসিনেই নতুন করোনার কাজ হবে, বলল স্বাস্থ্য মন্ত্রক
২৯ ডিসেম্বরঃ ভারতের সদ্য-আবিষ্কৃত ভ্যাকসিনেই ব্রিটেন বা দক্ষিণ আফ্রিকা থেকে আসা করোনার নতুন প্রজাতির প্রতিষেধকের কাজ করবে। কেন্দ্রের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজর কে বিজয় রাঘবন মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা বলেন। তিনি জানান, নতুন প্রজাতি নিয়ে নানা গুঞ্জন রয়েছে। কিন্তু বাস্তবে নতুন প্রজাতির ভয়াবহতার মাত্রা আগের চেয়ে মারাত্মক হওয়ার কোনও প্রমাণ মেলেনি।
নিতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য ভিকে পাল বলেন, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমে কমছে। কমছে মৃত্যুর হারও। আক্রান্তদের ৬৩ শতাংশ পুরুষ, ৩৭ শতাংশ মহিলা, জানান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুসারে, ৩৯ শতাংশ রোগীই ২৫ থেকে ৪৪ বছর বয়সসীমায়। ৪৫ থেকে ৬০ বছর বয়সে ২৬ শতাংশ। ৬০-র বেশি বয়সীরা ১৪ শতাংশ। ১৩ শতাংশ ১৮ থেকে ২৫ বছর বয়সী। ৮ শতাংশ ১৮-র নীচে। মৃতদের মধ্যেও পুরুষদের হার বেশি। ৭০ শতাংশই পুরুষ, বললেন রাজেশ ভূষণ।