India & World UpdatesHappeningsBreaking News
পিতার পর পুত্র, ভারতের পরবর্তী প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
ওয়েটুবরাক, ১২ অক্টোবর : প্রধান বিচারপতি ইউ ইউ ললিত মঙ্গলবার ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়কে তাঁর উত্তরসূরি হিসেবে সুপারিশ করেছেন। সরকার তাঁর সুপারিশ মেনে নিলে বিচারপতি চন্দ্রচূড়ই হবেন ভারতের ৫০তম প্রধান বিচারপতি। ললিত আগামী 8 নভেম্বর অবসরগ্রহণ করবেন।
দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে ডিওয়াই চন্দ্রচূড় দায়িত্ব নিলে তাঁর কাজের মেয়াদ হবে ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত। দুই বছর পদে থাকবেন তিনি।
বিচারপতি চন্দ্রচূড় দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল স্কুল থেকে এলএলএম। জুরিডিক্যাল সায়েন্সেস (এসজেডি) থেকে ডক্টরেট উপাধি অর্জন করেছেন। বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় প্রাক্তন প্রধান বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড়ের পুত্র। তিনি সুপ্রিম কোর্ট এবং বম্বে হাইকোর্টে ওকালতি করেছেন৷
বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ২০০০ সালের ২৯ মার্চ বম্বে হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান। তার আগে তিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিচারপতি চন্দ্রচূড় মহারাষ্ট্র জুডিশিয়াল একাডেমির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। বিচারপতি চন্দ্রচূড় ২০১৩ সালের ৩১ অক্টোবর এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৬ সালের ১৩ মে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন।
সুপ্রিম কোর্টে তাঁর মেয়াদকালে বিচারপতি চন্দ্রচূড় বেশকিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়দান করেছেন যা দেশের আইনশাস্ত্রের বিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।