India & World UpdatesHappeningsBreaking News
ভারতীয় মুদ্রায় লেনদেন করা যাবে আরবেও
ওয়েটুবরাক, ১৭ জুলাই : আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রকে বিস্তার করতে হাত মেলাল ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং আরবের কেন্দ্রীয় ব্যাংক ৷ শনিবার এই দুই দেশের মধ্যে সাক্ষরিত হল মৌ-চুক্তি ৷ এখন খুব সহজেই ভারতের ইউপিআই এবং আরবের আইপিপি ও মেসেজিং সিস্টেম ব্যবহার করে স্থানীয় মুদ্রায় আর্থিক লেনদেন করা যাবে ৷
ভারত ও আরবের মধ্যে দুটি মৌ স্বাক্ষর হয়েছে ।শনিবার আবুধাবিতে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আরবের প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ও মোদির উপস্থিতিতে মৌচুক্তি দুটি সাক্ষর হয় ৷ ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস এবং ইউএই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর খালেদ মহম্মদ বালামা এই মৌ স্বাক্ষর করেন । লক্ষ্য হল, অবিরাম আন্তঃসীমান্ত লেনদেন ও অর্থপ্রদান সহজতর করা এবং ভারত ও আরবের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন বলেছেন, “এই চুক্তি সাক্ষর ভারত-ইউএইয়ের সহযোগিতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক । এটি বর্ধিত অর্থনৈতিক সহযোগিতার পথ প্রশস্ত করবে ।”
আরবিআই এক বিবৃতিতে বলেছে, “ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইউএই স্থানীয় মুদ্রার ব্যবহারকে উন্নত করার লক্ষ্যে একটি কাঠামো প্রতিষ্ঠার উদ্দেশে মৌ দুটি স্বাক্ষর করেছে ৷ এর মাধ্যমে আন্তঃসীমান্তে ভারতীয় রুপি এবং আরবের মুদ্রা দিরহাম লেনদেন করা যাবে ৷ পেমেন্ট এবং মেসেজিং সিস্টেমগুলিকে আন্তঃলিঙ্ক করার জন্য এটি সহযোগিতা করবে৷