India & World UpdatesHappeningsBreaking News
ভারতীয়দের ফেরাতে বৃহত্তম ‘সি-১৭ গ্লোবমাস্টার’ পাঠাচ্ছে বিমানবাহিনী
ওয়েটুবরাক, ২ মার্চ : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে আরও বিমান পাঠানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। পাঠানো হচ্ছে ভারতীয় বায়ুসেনার বৃহত্তম সামরিক বিমান ‘সি-১৭ গ্লোবমাস্টার’। গত বছর আফগানিস্তানে আটক ভারতীয়দের উদ্ধার করতে ‘সি-১৭ গ্লোবমাস্টার’ বিমান পাঠানো হয়েছিল।
এরই মধ্যে মঙ্গলবার ইউক্রেনের খারকিভে রুশ সেনার বোমাবর্ষণে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। কর্নাটকের বাসিন্দা ওই ছাত্রের নাম নবীন শেখারাপ্পা৷
বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, রুশ বোমা এবং ক্ষেপণাস্ত্র হানা এড়াতে খারকিভে আটক ভারতীয়দের ট্রেনে করে ইউক্রেনের পড়শি দেশগুলিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ গাড়িতে গেলে রুশ বাহিনীর নিশানা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু খারকিভ স্টেশনে আটক বহু ভারতীয় এখনও ট্রেনে উঠতে পারেননি বলে জানা গিয়েছে।