Barak UpdatesHappeningsCultureBreaking News
ভাবীকালের বিশ্ব নাট্য দিবস উদযাপন
ওয়েটুবরাক, ২৯ মার্চ : ২৭ মার্চ বিশ্ব জুড়ে উদযাপিত হয় বিশ্ব নাট্য দিবস। শিলচরের নাট্য সংস্থা ভাবীকালও দাস কলোনি রোডস্থিত অস্থায়ী কার্যালয়ে রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে বিশ্ব নাট্য দিবস উদযাপন করে। সভাপতি রঞ্জনকুমার দাস তাতে পৌরোহিত্য করেন৷ অনুষ্ঠানের শুরুতে ২০২২ সালের বিশ্ব নাট্য দিবসের বার্তা পাঠ করে শোনান ভাবীকালের সদস্য নীলোৎপল ভট্টাচার্য। সমকালীন থিয়েটার চর্চায় ভাবীকাল এবং বিশ্ব নাট্য দিবসের প্রেক্ষাপট নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. দেবাশিস ভট্টাচার্য।
নাট্য আন্দোলনে অসামান্য অবদানের জন্য সে দিন অভিজিৎ রায়চৌধুরী, হিতব্রত ভট্টাচার্য, মৌসুমী পুরকায়স্থ এবং জগদীশ দাসকে শংসাপত্র ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয় । তাঁরা প্রত্যেকেই পরে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন নাট্যকর্মী অরিন্দম ভট্টাচার্যও। অনুষ্ঠানের ফাঁকে নৃত্য পরিবেশন করেন দীপশিখা চন্দ। সায়ন্তনী মিঠি পালের রচনা ও নির্দেশনায় “দ্য রেইস” নামে এক স্বল্প দৈর্ঘের প্রযোজনা উপস্থাপন করেন ভাবীকালের কলাকুশলীরা। সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লব ভট্টাচার্য।
ভাবীকালের নির্দেশক শান্তনু পাল সেদিনের অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জানাতে গিয়ে বলেন, নাটক শুধুমাত্র লোকশিক্ষারই মাধ্যম, তা কিন্তু নয় । নাটক নিজেকে নিজের সঙ্গে পরিচিত হতে শেখায়। নাটক এক অস্ত্র — প্রতিবাদের এবং প্রতিরোধেরও। তাই শতাব্দী ধরে নাটক মানুষকে জুড়ে রাখার অন্যতম শক্তিশালী শিল্পমাধ্যম হিসেবে নিজেকে ধরে রাখতে পেরেছে এবং সমাজকে প্রতিফলিত করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে৷