Barak UpdatesHappeningsCultureBreaking News

ভাবীকালের নাট্যোৎসবের উদ্বোধন শুক্রবার গান্ধীভবনে, পরের দুদিনের নাটক বঙ্গভবনে

ওয়েটুবরাক, ১৯ জানুয়ারি : এ বার সপ্তরাজ রঙ্গ উৎসবের আয়োজন করেছে ভাবীকাল সাংস্কৃতিক সংস্থা৷ আগামীকাল শুক্রবার সন্ধ্যা পাঁচটায় শিলচর গান্ধী ভবনে এই বিশেষ নাট্যোৎসবের উদ্বোধন হবে৷ সংক্ষিপ্ত উদ্বোধনী পর্বের পরই কলকাতার গোবরডাঙ্গা নক্সা নাট্যদল মঞ্চস্থ করবে নাটক ‘ইয়েস’৷ সন্ধ্যা ৭টায় লখিমপুরের অভিনব থিয়েটারের পরিবেশনা ‘কড়োয়া সাচ’৷ তিনদিনের নাট্যোৎসবের পরের দুইদিনের নাটকগুলি হবে বঙ্গভবনে৷ শনিবার সন্ধ্যা ৫টায় করিমগঞ্জের বিশ্ববীণা পরিবেশন করবে ‘স্বপ্নের সায়র’ এবং রাত সাড়ে ৭টায় ধর্মনগরের লোকনাট্যম মঞ্চস্থ করবে ‘রঙ্গমহল’ ৷ রবিবার রয়েছে ৩টি নাটক৷ প্রথম নাটক সন্ধ্যা ৫টায়, শিলচরের নেতাজি বিদ্যাভবন হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রীদের দ্বারা অভিনীত এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিনিয়ে আনা অণুনাটক ‘নহ্নি সি চিড়িয়া’৷ নির্দেশক এই অঞ্চলের অন্যতম নাট্য ব্যক্তিত্ব শান্তনু পাল৷ সন্ধ্যা ৬টায় আয়োজক সংগঠন ভাবীকালের নাটক ‘কালো ব্যাগ’৷ পরে রাত ৭টায় আগরতলার নাট্যভূমি পরিবেশন করবে ‘রঙীন রুমাল’৷


ভাবীকালের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যায় নেতাজি স্কুলের নাটকে শহরের স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রবেশ অবাধ৷ নিজের শিক্ষা প্রতিষ্ঠানের আইডেন্টিটি কার্ড গলায় ঝুলিয়ে এলে বিনা মাশুলে যে কেউ এই নাটকটি দেখতে পারবেন৷ ‘নহ্নি সি চিড়িয়া’ নাটকের বিশেষ বার্তা ছাত্রছাত্রীদের কাছে বেশি করে পৌঁছে দিতেই তাদের এই ব্যবস্থা৷ অন্য নাটকগুলিও সাড়া জাগানো বলে দাবি করেন ভাবীকালের কর্মকর্তারা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker