NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ভাঙ্গায় বিএসএফের সিভিক অ্যাকশন প্রোগ্রাম
ওয়েটুবরাক, ২৫ মার্চঃ করিমগঞ্জ জেলার ভাঙ্গায় শনিবার সিভিক অ্যাকশন প্রোগ্রাম করে বিএসএফের এক নম্বর ব্যাটেলিয়ন। আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী দু্স্থ গ্রামবাসীদের ডেকে নানা সামগ্রী প্রদান করা হয়। তার মধ্যে রয়েছে, সেলাই মেশিন, সৌর লণ্ঠন, শাড়ি, ক্রীড়া এবং স্টেশনারি সামগ্রী ইত্যাদি। শুধু সীমান্ত রক্ষাই নয়, বিএসএফ সীমান্তবাসীদের সুখ-স্বাচ্ছন্দের জন্যও নিত্য কাজ করে বলে গ্রামবাসীরা সন্তোষ প্রকাশ করেন এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রত্যেককে সাধুবাদ জানান।