Barak UpdatesHappeningsBreaking News
ভর্তির জন্য নম্বর কোনও বিষয়ই নয় কৃষ্ণকান্ত মুক্ত বিশ্ববিদ্যালয়ে, সুযোগ নিতে আহ্বান উপাচার্য-ডিনের
ওয়েটুবরাক, ৩১ আগস্টঃ নম্বর কম বলে অনেকে পরবর্তী কোর্সে ভর্তি হতে পারেন না৷ বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর ডিগ্রি কোর্সে নম্বরের জন্য ভর্তি হতে না পেরে অনেকে পড়াশোনার পাঠ চুকিয়ে দেয়৷ অনেকের পক্ষে আবার আর্থ-সামাজিক কারণে নিয়মিত কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়া সম্ভব হয় না৷ এই উভয় শ্রেণির আগ্রহী শিক্ষার্থীদের জন্য রয়েছে কৃষ্ণকান্ত সন্দিকৈ মুক্ত বিশ্ববিদ্যালয়৷ এ বার ইউজিসি একসঙ্গে একাধিক কোর্সের ওপর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে৷ ফলে বিএ-বিকম-বিএসসি বা অন্য কোনও নিয়মিত কোর্স যারা করছে, তাদের জন্যও একই সঙ্গে অন্য আরেকটি কোর্স করার উত্তম স্থান কৃষ্ণকান্ত সন্দিকৈ মুক্ত বিশ্ববিদ্যালয়৷ উপাচার্য রাজেন্দ্রপ্রসাদ বরাক উপত্যকা সফরে এসে আক্ষেপ প্রকাশ করেন, এই সুযোগের কথাটা অনেকেই জানেন না৷
তাই তাঁরা ছাত্রভর্তি সচেতনতা অভিযানে নেমেছেন৷ জেলায় জেলায় ঘুরে ছাত্র-অভিভাবকদের মুক্ত বিশ্ববিদ্যালয়ের তত্ত্ব বোঝাচ্ছেন৷ তিনি বলেন, পাশ করলেই হলো, ভর্তির ক্ষেত্রে নম্বরের হিসেবনিকাশ তাঁরা করেন না৷ তাই বলে এই বিশ্ববিদ্যালয়ের মার্কশিট-সার্টিফিকেটের মূল্য বিন্দুমাত্র কম নয়৷ একে তো এই বিশ্ববিদ্যালয় আসাম সরকারের নিয়ন্ত্রণে৷ দ্বিতীয়ত, ইউজিসি চেয়ারম্যানের একটি অডিও-বার্তা তিনি উপস্থিত সবাইকে শোনান, যেখানে চেয়ারম্যান অন্য বিশ্ববিদ্যালয় এবং কৃষ্ণকান্ত সন্দিকৈ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের একই মর্যাদা বলে জানিয়েছেন৷
স্টাডি সেন্টারের ডিন প্রণব শইকিয়া ঘোষণা করেন, বর্তমানে যারা কোনও মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কোর্স করছে, তাদের মধ্যে কেউ প্রফেশনাল বিষয়ে ডিপ্লোমা বা সার্টিিফিকেট কোর্স করতে চাইলে কোর্স ফির পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া হবে৷এর মধ্যে রয়েছে মাস কম্যুনিকেশন, লাইব্রেরি সায়েন্স, যোগা, পার্লামেন্টারি স্টাডিজ, সংস্কৃত, ইলেকট্রিক ওয়ারিং, টি কালটিভেশন ইত্যাদি৷
ফরেন লেঙ্গুয়েজ কোর্স চালুর কথাও জানান ডিন শইকিয়া৷ তিনি বলেন, এখন জাপানি ভাষার কোর্স রয়েছে৷ পাশাপাশি তিনি এই কথাও স্মরণ করিয়ে দেন, ভর্তির শেষ তারিখ আজই শেষ হওয়ার কথা ছিল৷ আগ্রহী পড়ুয়াদের ভর্তির সুযোগ করে দিতে ভর্তির মেয়াদ পনেরোদিন বাড়ানো হয়েছে৷ ফলে আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হতে পরামর্শ দেন উপাচার্য দাস ও ডিন শইকিয়া৷
শনিবার শিলচরের রাধামাধব কলেজে আয়োজিত এই সচেতনতা সভায় অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন মুক্ত বিশ্ববিদ্যালয়ের বরাক ভ্যালি রিজিয়নাল ডিরেক্টর বিশ্বজিত পুরকায়স্থ, রাধামাধব কলেজের পরিচালন সমিতির সভাপতি লক্ষীকান্ত ভট্টাচার্য, অধ্যক্ষ দেবাশিস রায়, আইকিউএসি কো-অর্ডিনেটর সোনালী চৌধুরী প্রমুখ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অরুণাভ ভট্টাচার্য৷