NE UpdatesHappeningsBreaking News
ভর্তির জন্য উৎকোচ, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী গ্রেফতার
ওয়েটুবরাক, ২ ডিসেম্বর: স্নাতকোত্তরে নামভর্তির জন্য এক ছাত্রীর কাছ থেকে উৎকোচ নিয়ে গ্রেফতার হলেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী গিতুরাজ লহকর। অনলাইনে ওই ছাত্রীর কাছ থেকে ১৮,০০০ টাকা নিয়েছিলেন তিনি। জালুকবাড়ি থানায় এ সংক্রান্ত মামলা রুজু হলে পুলিশ গিতুরাজকে গ্রেফতার করে। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করারও সিদ্ধান্ত জানিয়েছে গৌহাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।