India & World UpdatesAnalyticsBreaking News
ভজনলাল শর্মা রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন, দুই উপ-মুখ্যমন্ত্রীর নামও ঘোষণা
জয়পুর, ১২ ডিসেম্বর ঃ রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়ে গেল। সাঙ্গানের-এর বিধায়ক ভজনলাল শর্মাকে বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হয়েছে। প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত বিধায়ক দলের বৈঠকে বিজেপি হাইকমান্ডের ঠিক করা এই নামটি ঘোষণা করা হয় এবং এতে সবাই সহমত পোষণ করেন। জানা গেছে, মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করেছেন বসুন্ধরা রাজে। ভজনলাল শর্মা সংঘ থেকে উঠে আসা একটি নাম। তিনি মূলত ভরতপুরের বাসিন্দা। তিনি প্রদেশ মহামন্ত্রীর দায়িত্বও পালন করেন।
এর পাশাপাশি দিয়া কুমারী ও প্রেমচাঁদ ভৈরবা রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী হবেন। বিধানসভায় স্পিকারের দায়িত্ব পালন করবেন বাসুদেব দেবনানি। এই তিনটি বড় পদ জয়পুর থেকেই স্থির করেছে বিজেপি। কারণ ভজনলাল শর্মা জয়পুরের সাঙ্গানের আসন থেকে জয়ী হয়েছেন। দিয়া কুমারী বিধায়ক হয়েছেন জয়পুরের বিদ্যাধর নগর আসন থেকে। প্রেমচাঁদ ভৈরবা জয়পুর জেলার দুদু আসন থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন।
এই বৈঠকের আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিজেপির সব প্রবীণ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রাজনাথ সিং বৈঠকের আগেই বসুন্ধরা রাজের সঙ্গে সাক্ষাৎ করে নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করার জন্য তাঁকে মানিয়ে নিয়েছিলেন। জানা গেছে, এক হোটেলে বসুন্ধরা রাজের সঙ্গে একান্তে বৈঠক করেন রাজনাথ। তাঁদের মধ্যে প্রায় ২০ মিনিট কথা হয়েছে। এরপর অন্য নেতাদের সঙ্গেও কিছুক্ষণ আলোচনা হয়েছে। প্রদেশ কার্যালয়ে বৈঠক শুরুর আগে রাজনাথের সঙ্গে সব বিধায়কদের গ্রুপ ফটো সেশন হয়।