Barak UpdatesHappeningsBreaking News
বড়জালেঙ্গার অলি-গলি স্যানিটাইজ করল প্রগতিশীল সামাজিক সংস্থা
৪ এপ্রিল: করোনা সতর্কতা হিসেবে বড়জালেঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৬,৭ ও ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা স্প্রে মেশিনের মাধ্যমে স্যানিটাইজ করল ছেটজালেঙ্গা নববিকাশ প্রগতিশীল সামাজিক সংস্থা। বৃহস্পতিবার ছোটজালেঙ্গা বাজার, কো-অপারেটিভ সোসাইটি থেকে শুরু করে অলি গলিতে সোডিয়াম হাইপক্লোরাইড স্প্রে করেন সংস্থার কর্মকর্তারা।
স্যানিটাইজেশন অভিযানে এনজিও সভাপতি মোহিতোষ তান্তি, সম্পাদক দীপন সেন,সহ সম্পাদক দেবব্রত দেব, কোষাধক্ষ্য সুমন সেন,সৌরভ ভট্টাচার্য, বিশ্বদীপ সেন, রাহুল দাস, বিধুভূষণ দেব, বিকি দাস প্রমুখ সামিল ছিলেন। তাছাড়া, ওয়ার্ড সদস্য দেবু সেন, এপি সদস্য প্রতিনিধি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
জরুরিকালীন পরিষেবায় যুক্ত বহু গাড়িও স্যানিটাইজ করা হয় ওইদিন। পাশাপাশি করোনা সংক্রমণ রোধে জরুরি সতর্কতা সম্পর্কে ঘরে গিয়ে সচেতনতা করা হয় মানুষকে। পরামর্শ দেওয়া হয় সামাজিক দূরত্ব বজায় রাখার।
সংস্থার সভাপতি মহিতোষ বাবু বলেন, এই কঠিন সময়ে আমাদের সরকারকে সহযোগিতা করা জরুরি। লকডাউনের নির্দেশ অমান্য করা উচিত নয়। এতে আমরা নিজেরাই নিজেদের বিপদ বাড়াবো। আগামীতে এনজিও তরফ থেকে দুঃস্থদের কিছু অনুদান দেওয়া হবে বলেও জানান তিনি।