India & World UpdatesHappeningsAnalyticsBusinessBreaking News
ব্যাঙ্ক-বিমা কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে কোভিড টিকা দিতে রাজ্যগুলিকে কেন্দ্রের নির্দেশ
ওয়েটুবরাক, ১৬ মেঃ ব্যাঙ্ক ও বিমা কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে কোভিড প্রতিষেধক প্রদানের জন্য রাজ্যগুলিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক নির্দেশ দিয়েছে। তাতে বলা হয়েছে, ব্যাঙ্ক-বিমা কর্মীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে এই কঠিন সময়ে বাড়ি থেকে বেরিয়ে আসছেন। তাই তাঁদের প্রতিষেধকের জন্য রাজ্যগুলিকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভাগীয় সচিব দেবাশিস পান্ডা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
তিনি ব্যাঙ্ক, বিমাকর্মী, পেমেন্ট সার্ভিস প্রভাইডার এবং ব্যাঙ্কমিত্রদের তাদের নিরন্তর কাজের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান। তাঁদের জন্যই প্রয়োজনীয় সময়ে জনতা ব্যাঙ্কিং ও ফিনান্সিয়াল সার্ভিস পাচ্ছেন বলে উল্লেখ করেন।
এই সব করতে গিয়ে যে বহু ব্যাঙ্ককর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন, দেবাশিসবাবু চিঠিতে সে কথাও মুখ্যসচিবদের জানান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, অনেকে কোভিডে প্রাণও হারিয়েছেন। তাই তিনি সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের বলেন, তাঁরা যেন জেলাশাসক-পুলিশ সুপার সহ স্থানীয় কর্তৃপক্ষদের এ সব কথা খেয়াল রেখে সাহায্যের হাত বাড়িয়ে দিতে নির্দেশ দেন। তার কথায়, ব্যাঙ্ক-বিমা কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনা প্রতিষেধক দেওয়া গেলে ঝুঁকির মাত্রাটাও কিছু কমবে।
কিন্তু কোনও কোনও অঞ্চলে এর পরিবর্তে যে উল্টোটাই ঘটে, সে কথারও উল্লেখ করেন দেবাশিসবাবু। বলেন, বহু জায়গায় ব্যাঙ্ক-বিমা কর্মীরা হয়রানির শিকার হচ্ছেন। শারীরিক নিগ্রহের ঘটনাও ঘটছে। তাই তিনি মানুষের প্রয়োজনেই ব্যাঙ্ককর্মীদের চলাফেরা নিয়ন্ত্রণমুক্ত করতে রাজ্যগুলিকে বলে দিয়েছেন। স্পষ্ট জানান, নইলে তাঁরা হতাশ হবেন, কাজের উতসাহ হারাবেন। তাতে মানুষের ব্যাঙ্কিংসেবা বিঘ্নিত হবে। কারণ এই সময়ে ব্যাঙ্কিং সেবাকে সিম-লেস রাখতে হবে। গ্রাহকদের যেন নিজের অ্যাকাউন্টের অর্থ তুলতে গিয়ে বিপত্তির মুখে পড়তে না হয়। এ ছাড়া, ব্যাঙ্কগুলিকে যে ব্যবসায়ীদের পাশেও দাঁড়াতে হবে।
কেন্দ্রের এই পদক্ষেপকে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সাধুবাদ জানিয়েছে। কিন্তু অসমের ব্যাঙ্ক ও বিমা কর্মীদের অভিযোগ, এখানে কেন্দ্রের চিঠি মোটেও গুরুত্ব পায়নি। আজও ব্যাঙ্ক-বিমাকর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়নি। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।