Barak UpdatesHappeningsBreaking News
ব্যতিক্রমী ! আদর্শ নির্বাচনী কার্যসূচি হল বদরপুর রেলওয়ে স্কুলে
ওয়েটুবরাক, ২১ ডিসেম্বর : বদরপুরের রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গত সোমবার অনুষ্ঠিত হল “আদর্শ নির্বাচনী কার্যসূচি” বা “মডেল পোলিং অ্যাক্টিভিটি”। বিভাগীয় নির্দেশে স্কুলের ষষ্ঠ থেকে উচ্চতর মাধ্যমিক স্তরের পড়ুয়াদের মধ্যে গণতান্ত্রিক ধ্যান-ধারণা ও মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য গঠিত “ইলেক্টরাল লিটারেসি ক্লাব”-এর পড়ুয়াদের সঙ্গে আলোচনার পর তাদের আগ্রহেই ক্লাবের “স্কুল এম্বাসেডর” বেছে নেওয়ার জন্য এই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
এতে “ভোটার” হিসেবে ভোটদানে অংশ নিতে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে ৫৯ জন পড়ুয়া। প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয় ১৫ জন । ভোট পড়ে ৯৬.৬১% । বিজয়ী একাদশ শ্রেণির ছাত্রী বহ্নিশিখা ভট্টাচার্য সর্বাধিক ১৯ টি ভোট পেয়েছে ও তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী একাদশ শ্রেণীর শুভম নাথ ও নবম শ্রেণীর অর্কমাল্য চন্দ পেয়েছে ৫টি করে ভোট। “নোটা”-তে পড়ে একটি ভোট । একটিও ভোট বাতিল করতে হয়নি। গোটা প্রক্রিয়ায় মোট ৮ জন পড়ুয়া বিভিন্ন সরকারি আধিকারিক ও কর্মীর ভূমিকা পালন করে।
বিজয়ী পড়ুয়ার শপথ গ্রহণ হয় মঙ্গলবার। রিটার্নিং অফিসার তথা স্কুলের নবম শ্রেণীর নিবেদিতা নাথের হাত থেকে জয়ের শংসা পত্র নেওয়ার পর বিজয়ী পড়ুয়াকে শপথ বাক্য পাঠ করান স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্ষিতীশচন্দ্র নাথ৷
উল্লেখ্য, শতবর্ষ পেরিয়ে চলা এই স্কুলে সমাজ বিজ্ঞান, অংক, বিজ্ঞান, সাহিত্য, কলা সহ পাঠ্যক্রমের নানা বিষয় সম্পর্কে পড়ুয়াদের স্পষ্ট ধারণা দিতে ক্লাসরুম শিক্ষার পাশাপাশি এ ধরণের কর্মসূচি মাঝে মাঝেই অনুষ্ঠিত হয়।
স্কুলে এই ক্লাব গঠিত হয় গত ১২ ডিসেম্বর। আর আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয় গত ১৫ ডিসেম্বর, ভোটের দিন-ক্ষণ ঘোষণার মাধ্যমে। ১৫-১৬ ডিসেম্বর এই দু’দিন ধরে চলা নানা কাজের মধ্যে ছিল বিভিন্ন আধিকারিকদের নিয়োগ করা, বিএলও-র মাধ্যমে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ফর্ম বিতরণ ও তা পূরণ করে জমা নেওয়া, ফর্ম গুলো যাচাইয়ের পর ভোটার রেজিস্ট্রেশন আধিকারিকের দ্বারা চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ ও তা পরীক্ষা করে দেখা ইত্যাদি। শেষে রিটার্নিং অফিসার প্রার্থীদের নাম ঘোষণা করলে, শুরু হয় প্রচারপর্ব। উৎসাহী প্রার্থীরা ক্লাস রুমে বক্তব্য পেশের মাধ্যমে তুলে ধরে নিজেদের পরিচয় ও কেন তারা এই “স্কুল এম্বাসেডর” পদে লড়তে আগ্রহী, সে কথা।
ভারতের গণতান্ত্রিক চিন্তা ও মূল্যবোধের আগামীদিনের ধারক ও বাহক হিসেবে পড়ুয়াদের এই উৎসাহের প্রকাশ ও এই আদর্শ নির্বাচনী প্রক্রিয়ায় যোগদান সত্যিই ব্যতিক্রমী ও আশাব্যঞ্জক।