Barak UpdatesHappeningsBreaking News
বোনাসের হারে এক্সগ্রেসিয়া : রেলট্র্যাক কংক্রিট প্রোডাক্টস শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার
১৫ অক্টোবর: বিহাড়া রেলট্র্যাক কংক্রিট প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা গত বুধবার দুপুর ২টা থেকে পূজা বোনাসের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সমাধান সূত্র বেরিয়ে আসে৷ কর্তৃপক্ষ জানিয়ে দেন, বোনাসের বদলে তাদের এক্সগ্রেসিয়া দেওয়া হবে৷ সোমবার তা তাঁরা দিয়ে দেবেন। এরপর শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নেন।
গত ১২ অক্টোবর অসম মজুরি শ্রমিক ইউনিয়নের ‘রেলট্র্যাক কংক্রিট প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড’ শাখার পক্ষ থেকে ফ্যাক্টরির ম্যানেজারের কাছে বোনাসের ব্যাপারে চিঠি দেওয়া হয়েছিল। এই চিঠির প্রেক্ষিতে বুধবার কর্তৃপক্ষ মৌখিকভাবে জানান, এই বছর শ্রমিকদের কোনও বোনাস প্রদান করা হবে না। শ্রমিকদের পক্ষ থেকে বোনাস প্রদান না করার কারণ লিখিতভাবে জানতে চাওয়া হয়। কিন্তু কর্তব্যরত ম্যানেজার তা দিতে অস্বীকার করেন। এর পরই ওইদিন দুপুর ২টা নাগাদ শ্রমিকরা প্ল্যান্ট চত্বরে অবস্থান ধর্মঘট শুরু করেন। বোনাস না পাওয়া অবধি এই আন্দোলন চলবে বলে জানিয়ে দেওয়া হয়।
১৫ অক্টোবর সকাল থেকে অবস্থানরত শ্রমিকরা বিক্ষোভ তীব্রতর করে তোলেন এবং নিজেদের দাবিতে অনড় থাকেন। অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা কমিটির সম্পাদক ধরিত্রী শর্মা জানান, বোনাস প্রত্যেক শ্রমিকেরই ন্যায্য পাওনা। ফ্যাক্টরির মালিকপক্ষ কোনও অজুহাতেই এর থেকে তাদের বঞ্চিত করতে পারে না। বিগত বেশ কিছু দিন থেকে ফ্যাক্টরিতে নানা বিষয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ ন্যায্য দাবিগুলো পূরণের বদলে বরাবরই একগুঁয়ে মনোভাব দেখিয়ে আসছেন। এই আন্দোলন সেই ক্ষোভেরই বিস্ফোরণ। এছাড়া, ফ্যাক্টরির কাজ এমনিতেই অনেক ঝুঁকিপূর্ণ। সে অনুযায়ী ঝুঁকিপূর্ণ কাজের জন্য কর্মক্ষেত্রে নিরাপত্তাজনিত ব্যবস্থারও রয়েছে ব্যাপক অভাব। ইউনিয়ন অনেকবারই এগুলো কর্তৃপক্ষের নজরে এনেছে।
এদিকে ফ্যাক্টরির শ্রমিকদের বোনাস প্রদান ও বিভিন্ন বিষয়ে শ্রমিকদের অসন্তোষের বিষয়টি সমাধানের জন্য সহকারী শ্রম আয়ুক্ত (রাজ্য), সহকারী শ্রম আয়ুক্ত (কেন্দ্র) ও কাছাড়ের জেলাশাসককে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ইউনিয়নের জেলা কমিটির পক্ষে লিখিত আবেদন জানানো হয়েছে। ১৫ অক্টোবর সারাদিন ধরে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সাথে আন্দোলনরত শ্রমিকদের মধ্যে দফায় দফায় আলোচনার পর বিকাল ৫ টা নাগাদ এক সমঝোতা হয়। কর্তৃপক্ষ শেষে নোটিশ জারি করে জানায়, আগামী ১৯ তারিখের মধ্যে দুর্গাপূজার বোনাসের হারে রেলট্র্যাক কংক্রিট প্রোডাক্টস শ্রমিকদের ‘এক্সগ্রেশিয়া’ প্রদান করা হবে। এর পরই শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নেন।