Barak UpdatesHappeningsBreaking News
বৈশ্য সম্প্রদায় উন্নয়ন পরিষদ কাছাড় নামে নতুন সংস্থা শিলচরে
ওয়ে টু বরাক, ৬ মার্চ : বৈশ্য সাহা সম্প্রদায়ের আত্ম সামাজিক, সার্বিক উন্নয়ন ও বিকাশ এবং সুরক্ষার কথা বিবেচনা করে বৈশ্য সম্প্রদায় উন্নয়ন পরিষদ কাছাড় নামে নতুন একটি সংস্থার আত্মপ্রকাশ ঘটেছে শিলচরে। সম্প্রতি শিলচর এনএস এভিনিউর সাহা’জ বিবাহ ভবনে বৈশ্য সাহা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে এই পরিষদ গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ দিন শিলচরের বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজসেবী অংশু কুমার রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ রাজদীপ রায়কে প্রধান পৃষ্ঠপোষক, মুখ্য উপদেষ্টা হিসেবে অংশু কুমার রায়কে মনোনীত করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শৈলেন রায়, কার্যকরী সভাপতি হিসাবে শান্তনু রায় ও নীলাদ্রি রায়, সহ-সভাপতি হিসেবে রয়েছেন অশোক গুপ্ত রায় ও বিবেক পোদ্দার, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন স্বপন কুমার রায়।
কমিটিতে যুগ্ম সম্পাদক হিসাবে স্থান পেয়েছেন জহর কুমার রায়, লিটন রায়, ববেন রায় ও শঙ্কর লাল রায়। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন শান্ত সাহা, অডিটর হিসাবে গৌরাপদ রায় সহ কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন তাপস রায়, স্বপন রায়, রূপেন্দ্র মোহন দাস, রূপম সাহা, ভবতোষ রায় ও জয়ন্ত দাস। তাছাড়াও কমিটিতে মোট ৩২ জন কার্য্যকরী সদস্য রয়েছেন।