Barak UpdatesHappeningsBreaking News
বেসরকারি স্তরেও আই ব্যাঙ্ক হলো শিলচরে, দক্ষিণ অসমে প্রথম
ওয়েটুবরাক, ৯ সেপ্টেম্বর : একসময়ে শিলচর বা দক্ষিণ অসমে কোথাও চক্ষুব্যাঙ্ক ছিল না। পরে শিলচর মেডিক্যাল কলেজে চক্ষুব্যাঙ্কের মঞ্জুরি মিললেও দেওয়া হয়নি কোনও সরঞ্জাম। বছর কয়েক আগে সেটি পুুরোমাত্রায় চালু হয়। বৃহস্পতিবার বেসরকারি স্তরেও একটি চক্ষুব্যাঙ্ক খোলা হলো শিলচরে। চৌধুরী আই ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর ডা. এইচকে চৌধুরী তাঁর মায়ের নামে খুললেন প্রভাবতী দেবী আই ব্যাঙ্ক। প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন সাংসদ ডা. রাজদীপ রায়। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, দুই বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও মিসবাহুল ইসলাম লস্কর। ছিলেন ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়াও।
মন্ত্রী শুক্লবৈদ্য চৌধুরী পরিবারকে “আলোর পরিবার” বলে অভিহিত করেন। কেন বললেন, এর ব্যাখ্যাও দেন তিনি। বলেন, এইচকে চৌধুরী নিজে এই বৃহত্তর অঞ্চলের অন্যতম চক্ষু বিশেষজ্ঞ। তাঁর পুত্র-কন্যাও চোখেরই চিকিৎসক। তিনজনে মিলে এই অঞ্চলের কত মানুষের চোখে যে আলো দিয়েছেন! তাই পরিবারটিই আলোর পরিবার। এই আই ব্যাঙ্কের জন্য তাঁর পূর্ণ সমর্থনের কথা বললেন মন্ত্রী শুক্লবৈদ্য। দুই বিধায়কও পাশে থাকার অঙ্গীকার করেন। বড়খলার ভিশন সেন্টার চৌধুরী আই ক্লিনিকেরই অংশ। বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর তাঁর নিজের এলাকার ওই প্রতিষ্ঠানটিরও উত্তরোত্তর কামনা করেন। দীপায়নের দাবি, সরকার এখন স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে। বেসরকারি আই ব্যাঙ্ক হলেও তাদের কোনও ভাবে সেবা করতে পারেন কিনা খেয়াল রাখবেন।
শুরুতেই স্বাগত ভাষণ দেন ডা. এইচকে চৌধুরী । তিনি বলেন, কর্নিয়ার সমস্যার জন্যই অনেকে দৃষ্টিশক্তি হারান। কোনও ব্যক্তির মৃত্যুর ছয় ঘণ্টার মধ্যে চোখটি সংগ্রহ করা গেলে এক অন্ধ ব্যক্তির দেহে তা প্রতিস্থাপন করা যায়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি করা বেশ কঠিন। সে জন্যই আই ব্যাঙ্ক খুব জরুরি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. হৈমন্তী চৌধুরী।