Barak UpdatesHappeningsBreaking News
বেতুকান্দি স্লুইসগেট নিয়ে পীযূষকে বিঁধলেন আমিনুল হক
ওয়েটুবরাক, ১৪ জুনঃ শুক্রবার বেতুকান্দিতে গিয়ে স্লুইসগেট নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর। সে জন্য তিনি ঠিকাদার, বিভাগীয় কর্মকর্তা সহ জলসম্পদ মন্ত্রীকেও দোষারোপ করেন। তাঁর অভিযোগ, তাঁরা বেতুকান্দিকে সোনার ডিম পাড়া হাঁস হিসেবে পেয়েছে। মন্ত্রী পীযূষ হাজরিকা তাঁর ঘনিষ্ঠজনকে এই কাজের বরাত দিয়েছেন। এখন তাঁকে সামনে রেখে লুণ্ঠন চলছে। আমিনুলের কটাক্ষ, মন্ত্রীর ফর্মুলা, তুমিও খাও, আমিও খাই। তাদের ভুল আর লোভ-লালসার জন্য ২০২২ সালে গোটা শিলচর ডুবেছে। একই কারণে এ বার ডোবার মুখে পড়েও বেঁচে গিয়েছে শিলচর। কিন্তু ডুবে রয়েছে মহিষাবিলের মানুষ। ঘরে ঘরে জল, মানুষ বের হতে পারছেন না। শিশু-কিশোররা স্কুলে যেতে পারছে না।
আমিনুলের বক্তব্য, এমনটা হওয়ার কোনও কথাই ছিল না। তিনি বিস্মিত, স্লুইস গেট বানানো হয়েছে, কিন্তু গেট দিয়ে জল ঢোকা আটকানো যাচ্ছিল না। এখনও অবস্থার পরিবর্তন হয়নি।