Barak UpdatesAnalyticsBreaking News

বেতুকান্দি বাঁধ নিয়ে এ বার ভয় নেই, আশ্বাস সাংসদ রাজদীপের

ওয়ে টু বরাক, ২১ এপ্রিল ঃ আগামী বর্ষার মরশুমে বেতুকান্দি বাঁধ দিয়ে জল ঢুকে শিলচর প্লাবিত হওয়ার ভয় নেই। কারণ বর্তমানে বেতুকান্দিতে বাঁধের কাজ জোরকদমে চলছে। শুক্রবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভয়বাণী শোনালেন সাংসদ রাজদীপ রায়। তিনি বলেন, দুদিন আগে তিনি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বেতুকান্দি বাঁধ পরিদর্শন করেছেন। সেখানে কাজের অগ্রগতি ভাল। তিনি নিজেও কাজ নিয়ে সন্তুষ্ট। এ পর্যন্ত ৬০ শতাংশের বেশি কাজ হয়ে গিয়েছে। ফলে বন্যার আশঙ্কা এ বার আর থাকছে না। তবে আগামী ৩০ এপ্রিলের মধ্যে কাজ শেষ হবে কি না সে ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি। শুধু বললেন, কাজের গতি প্রকৃতি নির্ভর করছে আবহাওয়ার ওপর।

শিলচরের সাংসদ এ দিন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তাঁর সাক্ষাতের পর তাঁদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। বলেন, মহাসড়কের কাজ নিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গাড়কারির সঙ্গে আলোচনা করেছেন। বালাছড়া থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের ৬০ শতাংশের ওপর কাজ শেষ হয়ে গিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই তা সম্পূর্ণ হয়ে যাবে। তবে হারাঙ্গাজাও থেকে নিরিমবাংলো পর্যন্ত ৪৯ কিলোমিটার সড়কের কাজের জন্য ঠিকাদার বদল হয়েছে। গত ডিসেম্বরে নতুন ঠিকাদার নিয়োগ করার পরই এখন কাজে গতি এসেছে। এই ৭৪ কিলোমিটার রাস্তার জন্য প্রায় ২৬০০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে তাঁর আলোচনার সারাংশ তুলে ধরে রাজদীপ জানিয়েছেন, গুয়াহাটি ও শিলচরের মধ্যে দুটি ভিস্তাডোম ট্রেন সপ্তাহে ৫ দিন চালানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমানে বরাক উপত্যকা থেকে ১৫টি ট্রেন দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। চলতি বছরের মধ্যেই শিলচর থেকে আগরতলা পর্যন্ত ইলেকট্রিক ট্রেন চালানোর সম্ভাবনার কথাও এ দিন উল্লেখ করেছেন রাজদীপ।

এ ছাড়াও রাজদীপ এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, মন্ত্রী পীযুষ গোয়েল প্রমুখের সঙ্গে সাক্ষাতের কথাও জানান। সাংসদ এ দিন সাংবাদিকদের বেশ কয়েকটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প কাছাড় জেলায় কতটা অগ্রগতি হয়েছে, সে ব্যাপারে উল্লেখ করেছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, স্বচ্ছ ভারত মিশন, প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি, উজ্জ্বলা যোজনার আওতায় এলইডি বালব বিতরণ, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ইতাদি রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker