Barak UpdatesHappeningsBreaking News
বেতুকান্দিতে উচ্ছেদ, ভেঙে দেওয়া হলো ৫০টি দোকান-বাড়ি
ওয়েটুবরাক, ৫ মার্চ : “বেতুকান্দি বাঁধের উভয় দিকে দীর্ঘদিন ধরেই চলছে অবৈধ দখলদারি। একাধিকবার সতর্কতা সত্বেও জায়গা খালি করা হচ্ছিল না। তাই বুলডোজার লাগিয়ে উচ্ছেদে নামল কাছাড় জেলা প্রশাসন।” শনিবার সকাল থেকেই অবৈধ বাড়ি, দোকান উচ্ছেদ করার পর এ কথা জানান শিলচরের সার্কল অফিসার কুমার গৌরব দাস।
পুলিশ-সিআরপিএফের বিশাল বাহিনী সঙ্গে নিয়ে এই অভিযান চালায় জেলা প্রশাসন, জলসম্পদ বিভাগ সহ সংশ্লিষ্টদের নিয়ে গঠিত টাস্কফোর্স৷ ৩৫টি বাড়ির সঙ্গে ১৫টি দোকানও তুলে দেওয়া হয়। যাদের বাড়িঘর ভাঙা পড়েছে, তাদের মনে অসন্তোষ থাকলেও বেতুকান্দিতে উচ্ছেদ হয়েছে নির্বিঘ্নে৷ কয়েকজনের অভিযোগ, কোনও ধরনের নোটিশ ছাড়াই সোজা বুলডোজার লাগিয়ে দিয়েছেন প্রশাসনিক কর্তারা৷
সার্কল অফিসারের কথায়, খাস জমি দখলমুক্ত করতে নোটিশের প্রয়োজন পড়ে না৷ এর পরও দফায় দফায় মৌখিক ভাবে জানানো হয়েছে৷ করা হয়েছে মাইকিংও৷ শিলচরকে জলযন্ত্রণা থেকে মুক্ত করতে বাঁধ নির্মাণের প্রয়োজনে আরও উচ্ছেদ হবে বলে জানিয়ে রাখেন কুমার গৌরব৷