Barak UpdatesHappeningsBreaking News
বৃহস্পতিবার শোভাযাত্রায় সূচনা হবে জেলা বার সংস্থার দেড়শো বছর উদযাপন
ওয়েটুবরাক, 9 জানুয়ারিঃ 1874 সালে অবিভক্ত কাছাড়ে জেলা বার সংস্থার যাত্রা শুরু হয়। প্রথম সদস্য ছিলেন রামগোবিন্দ দেব। সদস্যপদ গ্রহণে দ্বিতীয় হলেন শম্ভুনাথ সেন, যাঁর নামে করিমগঞ্জের শম্ভুসাগর। সেই অতীত চর্চা করে এ বার সার্ধশতবার্ষিকী উদযাপনে উদ্যোগী হয়েছে জেলা বার সংস্থা। আগামী বৃহস্পতিবার দেড়শো বছর উদযাপন অনুষ্ঠানের সূচনা হবে।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বার সভাপতি দুলাল মিত্র ও সম্পাদক নীলাদ্রি রায় জানান, শোভাযাত্রার মাধ্যমে এই উদযাপন শুরু হবে। বৃহস্পতিবার বেলা বারোটায় সার্ধশতবার্ষিকী উপলক্ষে রচিত ও পরিবেশিত বার সং, থিম সঙের উদ্বোধন হবে। উন্মোচন করা হবে অনুষ্ঠান-লোগোরও। এর পরই শোভাযাত্রায় শহর পরিক্রমা। আদালত চত্বর থেকে বেরিয়ে ক্লাব রোড, প্রেমতলা, উল্লাসকর দত্ত সরণি, শ্যামাপ্রসাদ রোড হয়ে দেবদূতের সামনে দিয়ে আদালতে ফিরে আসবেন তাঁরা।
পরের কর্মসূচি আগামী 27 ও 28 জানুয়ারি খেলাধূলা। অবিভক্ত কাছাড় বারের দেড়শো বছরের অনুষ্ঠান বলে ওই কর্মসূচিতে করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা বার সহ বরাক উপত্যকার পাঁচ বারের সকল আইনজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
পরবর্তী পর্যায়ে রয়েছে সেমিনার, স্মরণিকা প্রকাশ ইত্যাদি। সে সবের সূচি এখনও চূড়ান্ত হয়নি। ভারতের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, গৌহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি, বিচারপতিগণ, মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তাঁদের সময়-সুবিধা বিবেচনায় পরবর্তী সময়ে বাকি অনুষ্ঠান চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সংস্থার সহসভাপতি টিংকু বৈদ্য, যুগ্ম সম্পাদক অভিজিত কর ও সহ সম্পাদক বিশ্বদীপ চক্রবর্তী। সংস্থার সক্রিয় সদস্য জয়দীপ বিশ্বাস এবং পঞ্চমী নাথও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।