India & World UpdatesHappeningsSportsBreaking News
বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচ, বৃষ্টি নিয়েই শঙ্কা
ওয়েটুবরাক, ১৮ অক্টোবর : বৃহস্পতিবার পুণেতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ভারত- বাংলাদেশ ম্যাচ। ইতিমধ্যে উভয় দল তিনটি করে ম্যাচ খেলেছে। ভারত তিনটিতেই জিতেছে, বাংলাদেশ জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে৷
কিন্তু বুধবার পুণেতে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ম্যাচ চলাকালে ৬ থেকে ১১ কিমি গতিবেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আশঙ্কায় সবাই। বুধবার বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে মাঠকর্মীরা মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠকে পুরোপুরি ঢেকে ফেলেন। সবার আগে ঢাকা হয় পিচ। তারপরেই ঢেকে ফেলা হয় গোটা মাঠ।
যদিও তুমুল বৃষ্টি হয়নি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে গোটা পুণেতে। তবে আকাশ সারাক্ষণ কালো মেঘে ঢাকা। সে কারণেই চিন্তিত মাঠকর্মী থেকে ম্যাচ আয়োজনের সঙ্গে যুক্ত সমস্ত কর্তাব্যক্তিরা।
বাংলাদেশ দল কখনও চাইবে না, ম্যাচ বৃষ্টিতে পণ্ড হোক। কারণ তারা প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলেও পরের দুই ম্যাচে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গিয়েছে। ফলে এই ম্যাচ জিততে মুখিয়ে তারা।
অন্যদিকে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পেয়েছে রোহিত শর্মার ভারতীয় দল। ফলে স্বাভাবিকভাবেই তারা দুরন্ত ছন্দে রয়েছেন। সাধারণত পুণের উইকেট ব্যাটিং সহায়ক। ফলে এই উইকেটে বড় রান করাই লক্ষ্য থাকবে দুই দলের। ভারত চাইবে তাদের চতুর্থ জয় তুলে নিয়ে লিগ তালিকায় তাদের অবস্থান মজবুত করতে। অন্যদিকে বাংলাদেশ চাইবে এই চতুর্থ ম্যাচে জিতে তাদের বিশ্বকাপ সফরে কামব্যাক ঘটাতে।