Barak UpdatesHappeningsCultureBreaking News
বৃহস্পতিবার থেকে মধ্যসহরে সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক সমারোহ
ওয়েটুবরাক, ৩০ অক্টোবরঃ মধ্যসহর সাংস্কৃতিক সমিতি আগামী বৃহস্পতিবার থেকে সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক সমারোহের মাধ্যমে প্রাক প্ল্যাটিনাম জুবিলি উতসবের আয়োজন করেছে। আগামী ২ নভেম্বর উতসবের উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজ। প্রধান অতিথি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিশেষ অতিথি প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর রয়েছে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের আসর পরের দিন, শুক্রবার সন্ধ্যা ছয়টায়। সে রাতেই আর্যপট্টি দুর্গাবাড়ির নাটক পরিবেশিত হবে। শনিবার সন্ধ্যা ছয়টায় নজরুল এবং সুকান্ত সঙ্গীতের আসর এবং শেষে ভাবীকালের নাটক। রবিবারের অনুষ্ঠান শুরু হবে দুপুর দুইটায়। প্রথমে হীরালাল শর্মা স্মৃতি ঢাক বাদ্য প্রতিযোগিতা এবং বিচিত্রানুষ্ঠান। এরপরই সন্ধ্যা ছয়টায় থাকবে কাছাড় পুলিশ নাট্য সংস্থার যাত্রাপালা।
সোমবার বিচিত্রানুষ্ঠান সন্ধ্যা ছয়টায়। পরে নাট্যাঙ্গনের কলাকুশলীরা তাদের নাটক পরিবেশন করবেন।মঙ্গলবার একই সময়ে প্রথমে বিচিত্রানুষ্ঠান, পরে নাটক পরিবেশন করবে আজকের প্রজন্ম। শনিবার সন্ধ্যা ছয়টায় শুুরু হবে পুরস্কার বিতরণ ও বিচিত্রানুষ্ঠান। শেষে নাটক প্রদর্শন করবে মধ্যসহর সাংস্কৃতিক সমিতি।