Barak UpdatesHappeningsBreaking News
বৃহস্পতিবার ত্রাণ নিয়ে ডলুতে যাবেন রামকৃষ্ণ মিশনের সচিব, ১৪৪ নিয়ে চিন্তা
ওয়েটুবরাক, ২৫ মে : বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী ও ওষুধপত্র বিতরণ করছে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম৷ প্রথমে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে স্বাস্থ্যশিবির করে৷ ডাক্তাররা স্বাস্থ্যপরীক্ষা করে বিনা মাশুলে ওষুধ প্রদান করে৷ পরে বন্যার প্রকোপ মাত্রা ছাড়ালে শুরু খাদ্যসামগ্রী বিতরণ৷
শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সচিব স্বামী গণধীশানন্দ মহারাজ বলেন, তাঁরা প্রথমদিন রংপুর, করাতিগ্রাম, গঙ্গাপাড়া প্রভৃতি এলাকায় ত্রাণসামগ্রী প্রদান করেন৷ পরদিন যান কালাইন, রাজপুর ও সংলগ্ন এলাকায়৷ মহারাজ জানান, এগারোদিন ধরে জলবন্দি ছিলেন আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন গ্রামসমূহের মানুষ৷ তাঁরাও অনেক পথ নৌকায় গিয়ে ত্রাণ বিতরণ করেন৷ রামকৃষ্ণ মিশন ত্রাণ নিয়ে যায় উধারবন্দ, পাঁচগ্রামেও৷ বৃহস্পতিবার সচিব মহারাজ বন্যার্তদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে যাবেন ডলুতে৷ ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় চিন্তায় অনেকে৷ তবে মহারাজ জানান, ১৪৪ ধারা জারি থাকলেও ত্রাণসামগ্রী নিয়ে তাঁরা ঠিকই যাবেন৷