NE UpdatesHappeningsBreaking News
বৃষ্টি মাথায় নিয়ে ধর্মনগরে সিপিএমের বিক্ষোভ মিছিল
ওয়েটুবরাক, ১ জুলাইঃ অঝোরে বৃষ্টিপাতের মধ্যেই সিপিএম সোমবার ধর্মনগরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে। নয়াপাড়া, ডিএনভি রোড, পূর্ব বাজার, দক্ষিণ নয়াপাড়া মিউনিসিপ্যাল কমপ্লেক্স, রাজবাড়ি, মোটর স্ট্যান্ড, সেন্ট্রাল রোড, কালিবাড়ি রোড, হরি মন্দির রোড, ধর্মনগর পশ্চিম ও পূর্ব বাজার হয়ে সিপিআইএম অফিসে গিয়ে মিছিল শেষ হয়। পুরো ভাগে ছিলেন উত্তর জেলা সম্পাদক প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, ধর্মনগর মহকুমা সম্পাদক অভিজিৎ দে সহ সাথী ভট্টাচার্য, রতন রায়, প্রসন্ন ত্রিপুরা, সমীরণ দাস, শশাঙ্ক মজুমদার, নিরঞ্জন দেবনাথ প্রমুখ।
তাঁদের দাবিসনদের মধ্যে রয়েছে—
১) সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা চলবে না।
২) রাজ্যের অন্যতম রেফারেল আইজিএম হাসপাতালকে জনস্বার্থ বিসর্জন দিয়ে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়া চলবে না।
৩) নিট-নেট কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
৪) ডিওয়াইএফআই নেতা আব্দুল সাজিদের উপর নৃশংস আক্রমণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
৫) পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার ষড়যন্ত্র ব্যর্থ করুন।
৬) প্রকাশ্যে এবং বাড়ি বাড়ি গিয়ে বিজেপি বিরোধী প্রার্থীদের ভয়ভীতি হুমকি ও আক্রমণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
৭) পঞ্চায়েত নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সংগঠিত করতে হবে।
৮) ভয়মুক্ত পরিবেশে পঞ্চায়েত নির্বাচন করতে হবে।
৯) সিপিএম নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি বন্ধ করতে হবে এবং সমস্ত রকম মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
১০) প্রতিটি জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে হবে।
১১) বারবার ইন্টারভিউ বাতিল করে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা চলবে না।
১২) কুমারঘাটের জগন্নাথপুর চা-বাগান বেআইনি ভাবে দখল করে চা- শ্রমিকদের উচ্ছেদ করার ষড়যন্ত্র ব্যর্থ করুন।
১৩) রেগা-টুয়েপের কাজ ও মজুরি বন্ধ করা চলবে না।
১৪) পরিবহণ শ্রমিকদের উপর অর্থনৈতিক জুলুম ও অবরোধ বন্ধ করতে হবে।
১৫) রেশন সপগুলোতে নিয়মিত পণ্য সামগ্রী সরবরাহ করতে হবে।