Barak UpdatesHappeningsBreaking News
বৃষ্টি ধরে আসায় বরাকে জল স্থিতাবস্থায়, সর্বশেষ জলস্তর ১৭.৩১ মিটার
ওয়ে টু বরাক, ১৮ জুন ঃ গতকাল দুপুরের দিকে প্রচণ্ড গতিতে বেড়েছিল বরাকের জল। এ নিয়ে শিলচর শহরের বাসিন্দাদের মধ্যে বন্যাতঙ্কও দেখা দিয়েছিল। শিলচর অন্নপূর্ণাঘাটে যে গতিতে জল বাড়ছিল, তাতে ধারণা তৈরি হয়েছিল যে, দুদিনের মধ্যেই হয়তো বরাক বিপদসীমা অতিক্রম করবে। কিন্তু শনিবার বেলা দুটো থেকে বৃষ্টি কিছুটা ধরে আসায় আপাতত স্বস্তি জনজীবনে।
সন্ধ্যারাত পর্যন্ত বরাক নদীতে জলস্তর বাড়তে থাকলে রাতে কমতে শুরু করে। দেখা যায় রাত ১টায় ৮ সেমি কমে গিয়েছে জল। কিন্তু এরপর থেকেই ফের বাড়তে থাকে জলস্তর। রাত দুটো থেকে ভোর ৫টা পর্যন্ত ২ সেমি করে বেড়েছে। এরপর সকাল ৮টা পর্যন্ত তিনঘণ্টার মতো ১৭.৩৯ মিটারে জল স্থিতাবস্থায় ছিল। তবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ থেকে ৩ সেমি করে জল কমেছে। কিন্তু ১টা থেকে ৩টা পর্যন্ত অন্নপূর্ণাঘাটে জল স্থিতাবস্থায় রয়েছে। এখানে বর্তমানে বরাক নদীর জলস্তর ১৭.৩১ মিটার। উল্লেখ্য, এখানে নদীর বিপদসূচক চিহ্ন ১৯.৮৩ মিটার।