NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বৃষ্টির দরুন ট্রেন চলাচল বিঘ্নিত, পাহাড় লাইন ফের অনিশ্চয়তায়
ওয়েটুবরাক, ১ জুলাই : রবিবার রাত থেকে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে অসমের ডিমা হাসাও জেলায়৷ এর দরুন পাহাড় থেকে নেমে আসছে প্রবল জলস্রোত৷ নিউ হারাঙ্গাজাও এবং জাটিঙ্গা লামপুরের মধ্যবর্তী অংশে রেললাইনের ওপর দিয়ে এই জলস্রোত বয়ে চলায় সোমবার পাহাড় লাইনে রেল চলাচল বিঘ্নিত হয়। সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত ওই অংশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ফলে সে সময় পাহাড় লাইনে থাকা শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে নিউ হাফলঙে এবং গুয়াহাটি-শিলচর এক্সপ্রেসকে হারাঙ্গাজাও স্টেশনে বসিয়ে রাখা হয়। রেলকর্মীরা নতুন ড্রেন কেটে জল বেরিয়ে যাওয়ার রাস্তা বের করেন৷ এরপর বেলা দুইটায় আটকে থাকা দুই ট্রেনকে ছাড়া হয়। শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একই কারণে বেলা ১১টা ৩৫ মিনিটের বদলে দেড়টায় যাত্রা শুরু করে। কিন্তু ডিমা হাসাওয়ে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাতে পাহাড় লাইনে ট্রেন চলাচল ফের অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং দক্ষিণ অসম আবারও বাইরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
এ দিকে, শিলচর-হাফলঙ ২৭ নং জাতীয় সড়কের তিন জায়গা পাহাড়ি জলস্রোতে পুরো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে৷ ডিমরুছড়া, দলাইচুঙা ও কাপুরছড়ায় অনেকটা জায়গায় সড়কের চিহ্ন না থাকায় ওই রুটে ঝুঁকি নিয়েও যাতে কোনও যানবাহন চলাচল না করে, সে দিকে খেয়াল রেখে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷