Barak UpdatesHappeningsBreaking News
বৃষ্টির জল সংরক্ষণে জেলা জুড়ে প্রচার
ওয়েটুবরাক, ১২ জানুয়ারি : নেহেরু যুব কেন্দ্রের কাছাড় জেলা সংগঠনের ব্যবস্থাপনায় ও সক্ষম সংস্থার সহযোগিতায় ‘ক্যাচ দা রেন’ নামক সচেতনতা সভা ও জনজাগরণ অভিযান সম্পন্ন হয়েছে।
সমস্ত দেশের সঙ্গে নেহেরু যুব কেন্দ্র কাছাড় জেলাও ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পর্বে জল শক্তি অভিযান ও জল চৌপাল নিয়ে কাছাড় জেলার পনেরোটি ব্লকে নাটক ও পথসভার আয়োজন করে । পথিক নাট্য সংস্থার শিল্পীরা বিভিন্ন স্থানে লোকসংগীত ও নাটকের মাধ্যমে মানুষের কাছে বার্তা পৌছে দেন “ক্যাচ দা রেন : হোয়েন ইট ফলস্, হোয়ার ইট ফলস্” অর্থাৎ বৃষ্টির জল যখনই পড়বে, যেখানেই পড়বে তখন সেটিকে নদী নালায় না ভাসিয়ে জল সংরক্ষণের মাধ্যমে খরা মোকাবিলার জন্য প্রস্তুতি নেওয়া দরকার । তাছাড়া মাটির নীচে জলস্তর ক্রমে নেমে যাওয়ার ফলে বিভিন্ন গ্রামাঞ্চলে যেভাবে পুকুর, কুয়ো, টিউবওয়েল জলশূন্য হচ্ছে, তার উপর সচেতনতা বৃদ্ধিই ছিল নাটকের মূল বিষয় ।
নাটকের বিষয়বস্তু বুঝে বিভিন্ন জায়গায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত সকলকে জল নিয়ে চিন্তাভাবনার বিষয়ে অবগত হওয়ার পরামর্শ প্রদান করেন ।
অভিযানটি এক জানুয়ারি থেকে আট জানুয়ারি পর্যন্ত চলে। তার মধ্যে মুখ্য অনুষ্ঠান ছিল শিলচর ব্লকের অন্তর্গত এস এম দেব সিভিল হাসপাতালে। ডাঃ তনভির আহমেদ উপস্থিত জনসাধারণকে বোঝাতে নিজেই নাটকের অভিনয়ে যোগদান করেন । তিনি বৈজ্ঞানিক সংজ্ঞা ধরে বুঝিয়ে দেন, স্বচ্ছ জল মানবজীবনে কতটুকু প্রয়োজনীয় । জল সংরক্ষণ ও জলপানের সঠিক পদ্ধতির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সঠিক নিয়ম মেনে জলের ব্যবহার হলে গ্রীষ্মকালে অনেক রোগ কমে যাবে । বিশেষ করে, দূষিত জল পানের ফলে ডায়রিয়া, টাইফয়েড সহ নানা রোগের প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে বিশুদ্ধ জল সবচেয়ে উপযোগী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের কাছাড় জেলার ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর, কোষাধ্যক্ষ রহিম উদ্দিন লস্কর ও ভলান্টিয়ার মৌমিতা নাথ । এছাড়াও জেলার বিভিন্ন স্থানে নির্মলেন্দু দেব, ময়না লাল গোয়ালা, প্রবীর ভট্টাচার্য, সুবোধ দাস, অভিজিৎ দেব, তারাশঙ্কর গোস্বামী, দেবাশিস রায়, অভ্রজিৎ পাল, অভিজিৎ রায়, বিনয় ভূষণ শুক্লবৈদ্য, রূপম সাহা ও রাজীব দে-র মতো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে জল চৌপাল নিয়ে বক্তব্য রাখেন । এছাড়াও পালংঘাট মাতা সংঘ এবং লক্ষ্মীপুরের সমর্পণ ফাউন্ডেশন নিজ নিজ এলাকার অনুষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দেয় । নাটকে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন মিঠুন রায়, নির্মল রবিদাস, পারমিতা পাল, মিঠুন চৌধুরী ও বিশাল আচার্য ।