NE UpdatesHappeningsBreaking News
বৃষ্টিতে বিপর্যস্ত গুয়াহাটি, ধসে মৃত ৪
ওয়েটুবরাক, ১৫ জুন : টানা বৃষ্টি ও কৃত্রিম বন্যায় বিপর্যস্ত গুয়াহাটি। রাস্তায় কোমর পর্যন্ত জল৷ গুয়াহাটির বিভিন্ন স্থানে নৌকা চলছে। ধস নেমেছে কামরূপ মহানগরের ১৮টি স্থানে। বেশ কিছু বাড়ি ভেঙেছে।
বরাগাঁও এলাকার নিজরাপারে ধস নেমে চারজনের মৃত্যু হয়েছে৷ তাঁরা হলেন মনোয়ার হুসেন, মতিউর হক, আমরুল হক ও হাসানুর আলি৷ তাঁদের বাড়ি কোকরাঝাড়ে৷ নিজরাপারে নয়ন রাজবংশী নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়াটে হিসেবে থাকতেন। এমন ভাবে তাদের ঘরের ওপর ধস পড়ে যে দীর্ঘ প্রচেষ্টায় পুলিশ ও এসডিআরএফ চার জনের মৃতদেহ উদ্ধার করে। কামাখ্যা যাওয়ার নতুন রাস্তাতেও পাহাড় ভেঙে রাস্তায় নেমে আসে। কাঞ্চন নগরে একটি বাড়ির গার্ড ওয়াল ধসে পড়ে। কোনওমতে প্রাণে বাঁচেন বাসিন্দারা। বৃষ্টির জলে শহরের অধিকাংশ এলাকা ও রাস্তা বন্যার চেহারা নেয়। বহু গাড়ি জলে ডুবে বিকল হয়ে পড়ে।
রাস্তায় রাস্তায় জল জমে যায়। অত্যন্ত প্রয়োজন না পড়লে বাড়ি থেকে না বেরোতে জেলা প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে৷ চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। এ দিকে বৃষ্টিতে জল বাড়ায় নিমাতি থেকে মাজুলির ফেরি আবার বন্ধ করা হয়েছে।
কামরূপ মহানগর জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে, বুধবারও বৃষ্টির পূর্বাভাস থাকায় সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ বন্ধ রাখা হবে।