Barak UpdatesHappeningsBreaking News

বৃষ্টিতে ধানের বিশাল ক্ষতি, দুশ্চিন্তায় বরাকের কৃষকরা

ওয়েটুবরাক, ৯ ডিসেম্বর : অগ্রহায়ণ মাসের বৃষ্টিতে বরাক উপত্যকার কৃষকরা বিশাল ক্ষতির শিকার৷ মাঠের পাকা ধান পুরো নষ্ট হয়ে গিয়েছে৷ ঠিক কেটে আনার সময়ে অকালবর্ষণের দরুন পচন ধরেছে ফসলে৷ যারা দ্রুত ধান কেটে নিয়ে এসেছেন, তারাও লাগাতার বৃষ্টি হচ্ছিল বলে মাড়াই দিতে পারেননি৷ হয়নি ধান সংরক্ষণ৷ চরম দুশ্চিন্তায় উপত্যকার কৃষকরা৷

তাঁদের আশঙ্কা, যা কিছু ধান বেচে গিয়েছে, বৃষ্টিতে পড়ে থাকায় সেসব থেকে চাল তৈরি করা হলে তাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, খাওয়ার অনুপযুক্ত হবে৷ এই অবস্থায় তাদের বাজার থেকে চাল কিনে খেতে হবে৷ বহু কৃষক পরিবার অগ্রহায়ণের শাইল ধান বিক্রি করেই সারা বছরের সংসার খরচ সংগ্রহ করেন, তাঁদের একেবারে মাথায় হাত৷ অনেকে অন্যের জমিতে শ্রম ও অর্থ বিনিয়োগ করে ফসল ফলান, তারা নিঃস্ব হওয়ার উপক্রম৷

শুধু ধানই নয়, ক্ষতিগ্রস্ত সবজি চাষীরাও৷ লাগাতার বৃষ্টিতে বহু সবজি খেত জলের তলায় চলে যায়৷ তারা নদীর তীরে সবজি ফলিয়ে সে সব বিক্রি করেই সংসার চালান৷ তাঁদের মাথায় হাত৷

তাই সমস্ত কৃষকরা এই দুর্যোগ থেকে বেরিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন৷ তাঁদের কথায়, সরকার ক্ষতিপূরণে এগিয়ে না এলে বেঁচে থাকা মুশকিল হয়ে দাঁড়াবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker