NE UpdatesHappeningsBreaking News
বুলডোজার সংস্কৃতিতে আপত্তি জানাল গৌহাটি হাইকোর্ট
ওয়েটুবরাক, ১৯ নভেম্বর: “সন্দেহের বশেই যদি কারও বাড়ি ভাঙা যায়, তবে তো নিছক সন্দেহে পুলিশ কাল এই আদালতও ভেঙে ফেলতে পারে!”
নগাঁও জেলার বটদ্রবায় বুলডোজার চালিয়ে অভিযুক্তের বাড়ি ভেঙে ফেলার ঘটনায় আপত্তি জানিয়ে এই মন্তব্যই করলেন গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি আর এম ছায়া ৷
গত ২১ মে মাছ ব্যবসায়ী সফিকুল ইসলামের হাজতে মৃত্যুর ঘটনার পরে তাঁর বাড়ির লোক ও গ্রামবাসীদের একাংশ বটদ্রবা থানায় চড়াও হয়ে আগুন লাগিয়ে দেয়। পুলিশ পরের দিনই সফিকুলের পরিবার ও আরও চার অভিযুক্তের বাড়িতে বুলডোজার নিয়ে চড়াও হয়ে বাড়িগুলি ভেঙে ফেলে। এর পরেও বিভিন্ন ক্ষেত্রে অভিযুক্তি জেহাদির বাড়ি ও মাদ্রাসা বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদের নামে চলেছে বুলডোজার।
প্রধান বিচারপতি বলেন, “আমি কখনও কোনও এসপিকে সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে বুলডোজার নিয়ে সন্দেহভাজনের বাড়ি ভেঙে ফেলতে দেখিনি! পুলিশ যা করেছে তার অনুমতি দিলে দেশে আইনের শাসন বা শৃঙ্খলা লোপ পাবে। কোনও নাগরিক নিরাপদ থাকবেন না! তদন্তের নামে যা ইচ্ছে করবে পুলিশ! আইনের কোনও ধারাই এই ঘটনাকে সমর্থন করে না। এই ঘটনা ফৌজদারি আইনের ক্ষেত্রে কলঙ্ক।”