Barak UpdatesHappeningsBreaking News
বুনো শূকরের আক্রমণে পাথারকান্দিতে হত প্রৌঢ়
২২ এপ্রিল: বন্য শূকরের আক্রমণে পাথারকান্দির মেদলি বাগানে আতঙ্ক দেখা দিয়েছে। গরু চরাতে গিয়ে প্রাণ হারালেন ৫৩ বছর বয়সী এক প্রৌঢ়৷ আহত হয়েছেন আরেকজন৷
মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ মেদলি চা বাগানের রাবার সেকশনে গরু চরাচ্ছিলেন বেশ কয়েকজন রাখাল। এমন সময়ে এক দাঁতাল শূকর তেড়ে আসে৷ রামধনি গৌড়কে মারাত্মক আক্রমণ করে৷ মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। শরীরের একাধিক স্থানে ধাঁরালো দাঁত বসিয়ে দিলে প্রচুর রক্তক্ষরণ ঘটে৷ ঘটনাস্থলে মৃত্যু হয় গোপালক রামধনির৷ তাকে রক্ষা করতে গিয়ে গুরতর আহত হন লালখিরা বাগানের রাখাল যুবক অশ্বিনী বাল্মিকদাস। পরে শূকরটি ফের জঙ্গলে ঢুকে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পাথারকান্দি থানার পুলিশ সহ স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা। তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠান৷ আহত ৩০ বছর বয়সী যুবকের চিকিৎসার ব্যবস্থা করেন। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মৃতের পরিবারকে নগদ দশ হাজার টাকা আর্থিক সাহায্য করেন৷ আহতেরও যাবতীয় চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দেন।
পাথারকান্দি রেঞ্জের কর্তা দেবজ্যোতি নাথকে প্রশ্ন করলে তিনি জানান, যে স্থানে ঘটনাটি ঘটেছে ওটা সংরক্ষিত বনাঞ্চলের অংশ নয়।তবুও তাঁরা খতিয়ে দেখছেন। তাঁর অনুমান, শূকরটিকে কেউ আগে মেরেছে৷ তাই সে বেপরোয়া হয়ে উঠেছিল৷