India & World UpdatesHappeningsBreaking News
বুধ-বৃহস্পতিবারেও কার্ফু বাংলাদেশে
ওয়েটুবরাক, ২৩ জুলাইঃ বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তবে অচলাবস্থা কাটাতে কড়া পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্ফু আরও দুদিন জারি থাকবে। তবে এই দুদিন অফিস খোলা থাকবে। নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার।
এদিকে, মঙ্গলবার রাতের মধ্যেই সীমিত আকারে ইন্টারনেট পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুক, ইউটিউব-সহ সোশাল মিডিয়া ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী পলক। এদিন বিকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেটই চালু হবে। আপাতত ঢাকা ও চট্টগ্রামে এই পরিষেবা চালু হবে।