India & World UpdatesHappeningsBreaking News
বুধবার সাইক্লোন হতে পারে, মোকাবিলায় প্রস্তুতি
ওয়েটুবরাক, ২৩ মেঃ আগামী বুধবার সাইক্লোন ‘যশ’ ওড়িশা ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে যাবে। এমনটাই অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। এ থেকে মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রবিবার সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তাদের নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। সবাই যাতে বিপজ্জনক উপকূল এলাকা থেকে সময়ের আগে সরে পড়ে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি তাঁদের নির্দেশ দিয়েছেন।
বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য অঞ্চলে শনিবার নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সেটিই প্রবল ঝড় হয়ে বুধবার পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা হয়ে বাংলাদেশে ঢুকবে। রিজিয়নাল মেটেরিলজিক্যাল সেন্টারের ডিরেক্টর জিকে দাস জানিয়েছেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত তাণ্ডব চালাবে। অধিকাংশ সময় ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে এগোবে। কোথাও তা ১১০ কিলোমিটারও হতে পারে। মঙ্গলবার থেকেই বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টিপাত হবে। বুধবারে তা অনেকটাই বেড়ে যাবে। পরদিনও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করছেন দাসবাবু।
ভারতীয় উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে, জাহাজ ও এয়ারক্রাফ্ট নিয়ে তাঁরা আগে থেকেই উপকূলে মজুত থাকবেন। যে কোনও ধরনের সাহায্য-সহযোগিতায় তাঁরা ঝাঁপিয়ে পড়বেন। জেলেদের আজ থেকেই সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।