Barak UpdatesAnalytics
বুধবার উপাধ্যক্ষ নির্বাচন, চর্চায় নেই বরাক
২৬ জুলাইঃ আগামী বুধবার বিধানসভার ডেপুটি স্পিকার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। কৃপানাথ মালাহ করিমগঞ্জ আসনে সাংসদ নির্বাচিত হওয়ার দরুন নতুন ডেপুটি স্পিকার বা উপাধ্যক্ষ বেছে নিতে হচ্ছে। এই বিধানসভায় এটি হবে তৃতীয় উপাধ্যক্ষ নির্বাচন। প্রথমে উপাধ্যক্ষ মনোনীত হয়েছিলেন শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল। গত বছরের সেপ্টেম্বরে তিনি ব্যক্তিগত অসুবিধের কথা বলে এই পদে ইস্তফা দেন। পরে অক্টোবরে রাতাবাড়ির বিধায়ক কৃপানাথ মালাহকে বেছে নেয় বিজেপি। দু-বারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন শাসক দলের প্রার্থী। অনুমান করা যায়, আসনসংখ্যার কথা খেয়াল রেখে এ বারও বিরোধীরা এই পদের জন্য প্রার্থী দেবে না।
দিলীপকুমার পালের পরে কৃপানাথা মালাহকে বেছে নিতে বিশেষ কষ্ট হয়নি। কারণ দিলীপবাবু বরাক উপত্যকার বলে তাঁর জায়গায় উপাধ্যক্ষ বেছে নিতে গিয়ে বরাকেই জোর দেওয়া হয়। কিন্তু এ বার চিত্র ভিন্ন। বরাকের বিজেপি বিধায়করা সবাই মন্ত্রী হতে চান। উপাধ্যক্ষ পদের জন্য কেউ তেমন দাবিদার নন। পদ-গাম্ভীর্যের কথা ভেবেও কেউ এগিয়ে গিয়ে নিজের আগ্রহ প্রকাশ করছেন না। দল তাই এ বার আর এই পদের প্রার্থী বাছাইকে বরাকের বাকি ৫ সদস্যের মধ্যে সীমিত করতে চাইছে না। বরং চর্চা চলছে বরাকের বাইরের বিধায়কদের নাম নিয়েই। এর মধ্যে রয়েছেন ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন, হাফলঙের বিধায়ক বীরভদ্র হাগজের, দিসপুরের বিধায়ক অতুল বরা। কিন্তু এ নিয়ে বিশেষ লবিং পরিলক্ষিত হচ্ছে না। বরং মন্ত্রিত্ব না পেয়ে তিনবছর পর তাদের কেউ উপাধ্যক্ষ হতে চাইবেন কিনা, এ নিয়েই সংশয় রয়েছে।
English text here