India & World UpdatesHappenings

বুথ ফেরত সমীক্ষায় বিহারে হাড্ডাহাড্ডি, সামান্য এগিয়ে মহাজোট

৭ নভেম্বরঃ হাড্ডাহাড্ডি লড়াই। তবু সামান্য এগিয়ে আরজেডি-কংগ্রেস-বামেদের মহাজোট। শনিবার তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণের পরে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

Rananuj

২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২টি আসন। এবিপি-নিউজ সি ভোটার বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, মহাজোট ১০৮ থেকে ১৩১টি কেন্দ্রে জিততে পারে। বিজেপি-জেডি (ইউ) সহ ৪ দলের এনডিএ জোটের ঝুলিতে যেতে পারে ১০৪ থেকে ১২৮টি আসন। চিরাগ পাসোয়ানের এলজেপি ১ থেকে ৩টি এবং নির্দল ও অন্যেরা ৪ থেকে ৮টি আসন পেতে পারে।

টাইমস নাও-সি ভোটারের হিসেবে মহাজোট ১২০, এনডিএ ১১৬, এলজেপি ১ এবং অন্যেরা ৬টি কেন্দ্রে জিততে পারে। রিপাবলিক-জন কি বাত বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, মহাজোট ১১৮-১৩৮, এনডিএ ৯১-১১৭, এলজেপি ৫-৮ এবং অন্যেরা ৩-৬টি কেন্দ্রে জিততে পারে। বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, জেডি (ইউ) নেতা নীতীশ কুমারকে ১৫ বছর পরে মুখ্যমন্ত্রীর আসন থেকে সরতে হতে পারে। সে আসন দখল করতে পারেন আরজেডি নেতা লালুতনয় তেজস্বী যাদব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker