India & World UpdatesBreaking News
বীরচক্র সম্মান পাচ্ছেন অভিনন্দন
১৪ আগস্ট : ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে এ বার বীরচক্র সম্মানে ভূষিত করা হচ্ছে। স্বাধীনতা দিবসে তাঁকে এই সম্মান দেওয়া হবে। পুলওয়ামা হামলার পর বালাকোটে জঙ্গি ঘাঁটি ধ্বংসে এয়ার স্ট্রাইক করেছিল ভারতীয় বায়ুসেনা। পাক যুদ্ধবিমানকে ধাওয়া করেছিলেন অভিনন্দন। এরপরই পাক ভূ-খণ্ডে পড়ে যান তিনি। পাকিস্তানের হাতে বন্দি হন। কিন্তু মনোবল হারাননি। ‘শত্রু’ দেশের কবলে থেকেও নিজের দেশের কোনও তথ্যই ফাঁস হতে দেননি এই উইং কমান্ডার। রাতারাতি দেশের মানুষের কাছে নায়ক হয়ে ওঠা সেই অভিনন্দনকেই এ বার সাহসিকতার পুরস্কার দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি আকাশপথে পাক হামলা বানচাল করতে আকাশে উড়ে যায় ভারতীয় বায়ুসেনার দুটি মিগ-২১ বিমান। একটি মিগ-২১ বিমানকে সে দেশে গুলি করে নামায় পাকিস্তান। এরপরই পাক সেনার মুখপাত্র দাবি করেন, অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটকে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। অভিনন্দনকে ফেরাতে তৎপর হয়ে ওঠে নয়া দিল্লি। অভিনন্দনের ঘরে ফেরা ঘিরে চরম উৎকন্ঠা তৈরি হয়। শেষমেশ শান্তি রক্ষার্থে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দীর্ঘ প্রতীক্ষার পর গত ১ মার্চ ওয়াঘা সীমান্ত পেরিয়ে দেশে ফেরেন উইং কমান্ডার।