NE UpdatesHappeningsBreaking News
বিহু-সংক্রান্তির মধ্যেই ভূকম্প অনুভূত রাজ্যে
গুয়াহাটি, ১৫ জানুয়ারি : ভোগালী বিহু ও মকর সংক্রান্তির আনন্দ উচ্ছ্বাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভূকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূকম্পের প্রাবল্য খুব বেশি ছিল না, রিখটার স্কেলে প্রাবল্য ছিল ৩.৬। ভূকম্পের কেন্দ্রস্থল কার্বিআংলং বলে জানা গেছে। সন্ধ্যা ৭ টা ১২ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়েছে।
রাষ্ট্রীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই কম্পনের কেন্দ্রবিন্দু ছিল ব্রহ্মপুত্রের দক্ষিণ পারের পূর্ব কার্বি আংলং জেলা। গুয়াহাটি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ পূর্বে নাগাল্যান্ড সীমান্তের কাছে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল। কেন্দ্রবিন্দু ছিল ভূপৃষ্ঠ থেকে ২৩ কিলোমিটার গভীরে। এর ফলে পশ্চিম কার্বিআংলং, হোজাই, ডিমা হাসাও, গোলাঘাট, নগাও জেলায় কম্পন অনুভূত হয়েছে। নাগাল্যান্ড ও মণিপুর রাজ্যের কিছু অঞ্চলেও কম্পন অনুভূত হয়। তবে এই ভূমিকম্পের ফলে এ পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগেও গত ২৭ ডিসেম্বর রাজ্যে ভূকম্পন অনুভূত হয়েছিল। বিশ্বনাথ জেলার ২০ কিলোমিটার গভীরে কেন্দ্রবিন্দু থাকা এই ভূমিকম্পের প্রাবল্য রিক্টার স্কেলে ছিল ৩.৪। এর আগে ২৪ ডিসেম্বর ধুবড়ি জেলার ১০ কিলোমিটার গভীরেও মৃদু কম্পন অনুভূত হয়েছিল।