NE UpdatesHappeningsBreaking News
বিহুতে জোড়া বিশ্বরেকর্ড আসামের, আজ মোদির হাতে শংসাপত্র
ওয়েটুবরাক, ১৪ এপ্রিল: বিহুনৃত্য ও ঢোলবাদন, জোড়া বিশ্বরেকর্ড গড়ল আসাম। বৃহস্পতিবার সন্ধ্যায় গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও ইংল্যান্ড থেকে আসা বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষের সামনে ১১৩০০ জন বিহু আর ৩০০০ বাদকের ঢোল বাজালেন৷ এমন ব্যাপক ও দর্শনীয় নৃত্যগীত যে এ যাবৎ কখনও দেখেননি, তা মেনে নিলেন বিশ্ব রেকর্ডের স্বীকৃতি প্রদানে আসা ঋষি নাথ। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে ফের নাচ-গান পরিবেশন করবেন রাজ্যের ৩১টি জেলা থেকে আসা তরুণ-তরুণীরা। সেই অনুষ্ঠানেই সর্বাধিক মানুষের সমবেত লোকনৃত্য ও ঢোল বাদনের জোড়া রেকর্ডের শংসাপত্র প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। রাজ্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে এই নজিরগড়া অনুষ্ঠানে অংশ নেওয়া সব গাইয়ে, নাচিয়ে, বাদক ও প্রশিক্ষকদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। মঞ্চ থেকে নিজেও মাইক হাতে গাইলেন হিমন্ত, ঢোলের তালে নাচলেনও। বললেন আসামের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে আনার জন্য সবসময় সচেষ্ট তাঁর সরকার। গর্বিত মুখ্যমন্ত্রী আরও জানালেন, এর পরে আরও বড় মাঠের আয়োজন করতে পারলে ২৫ হাজার বাদক ও নৃত্যশিল্পীর বিহু আয়োজন করা হবে। বিহু বিশ্বরেকর্ডের পাশাপাশি বৃহস্পতিবারের অনুষ্ঠানে অসমিয়া ফুলাম গামোসার জি-আই ট্যাগের শংসাপত্র হিমন্তের হাতে তুলে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।